সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বক্স অফিসে অপ্র’তিরোধ্য “The Kerala Story”, এখনো পর্যন্ত আ’য় কতো?

কাশ্মীর ফাইলস নিয়ে ঠিক যেমন বিতর্ক হয়েছিল একই রকম বিতর্ক চলছে কেরালা স্টোরি ঘিরে। তবে শুধু বিতর্ক নয় কাশ্মীর ফাইলসের মতোই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কেরালা স্টোরির উপর মানুষের জনপ্রিয়তা। তৃতীয় দিনের বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে এই ছবি। ধর্মান্তরকরণের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবির গল্প।

গত কয়েকদিন ধরে চর্চা যেন থামছে না এই ছবি ঘিরে। এই ছবির পরিচালক এক বাঙালি তার নাম সুদীপ্ত সেন। তৃতীয় দিনে একলাফে ৪৩ শতাংশ বেড়ে গিয়েছে এই ছবির কালেকশন। সব রকম বিতর্ককে মাত করে মাত্র তিন দিনে দেশে ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

রবিবার ১৬ কোটি টাকার টিকিট বিক্রি করেছে এই ছবি। ছবিতে সবাই মোটামুটি অপরিচিত। শুধুমাত্র আদা শর্মা ছাড়া। বিতর্কে ভরা ছবি এখন মানুষের প্রথম পছন্দের তালিকায় ঢুকে গিয়েছে। যেখানে সালমান খানের কিসিকা ভাই কিসি কা জান বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে চলেছে।

আরো খবর: শুধুই বিচারপতি বদল, নি’য়ো’গ দু’র্নী’তি মামলায় অভিষেককে যু’ক্ত করার নি’র্দে’শ দিলো হাইকোর্ট

সেখানে এই ছবি একেবারে উল্টো পথে হাঁটছে। প্রথম দিনে এই ছবি আট কোটি টাকার ব্যবসা করেছিল শনিবার এই ছবির আয় দাঁড়ায় ৪০ শতাংশের বেশি। এই প্রসঙ্গে ব্যবসায়ীর তরুণ আদর্শ টুইটারে জানিয়েছেন, কেরালা স্টোরি সত্যিই অসাধারণ এবং তার জন্যই তা মানুষের কাছে এত গ্রহণযোগ্য।

আইপিএলের মৌসুম দ্য গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম ১৩ এত কিছুর পরেও এই ছবি এগিয়ে চলেছে দুরদার গতিতে। সমালোচকদের কাছে বেশ ভালো সাড়া পেয়েছে এই ছবি। কেরল থেকে বত্রিশ হাজার মহিলাকে অপহরণ করা হয়েছিল তাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। পরে কিভাবে প্রতিবাদে গর্জে উঠেছেন সেই মহিলারা তা নিয়ে তৈরি করা হয়েছে এই ছবি।