সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Union Civil Code: স’ম’র্থ’ন দিল্লি হাইকোর্টের, কেন্দ্রকে নি’র্দে’শ

দিল্লি হাইকোর্টের কথা “সবার জন্য আইন সমান দরকার, এই বিষয়ে অবশ্যই কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতে হবে।” শুনানির সময় দিল্লি হাইকোর্ট সমর্থন করেন অভিন্ন দেওয়ানি বিধি। বিচারক প্রতিভা এম সিংহ রায় দেওয়ার সময় বলেন, “ভারতের জাতি, ধর্ম, সংস্কৃতি সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গেছে ভারতের ধর্ম এবং জাতির বাঁধা এখন দ্রুতগতিতে কমে আসছে, কারণ হলো বিভিন্ন জাতির সঙ্গে অন্য জাতির বিয়ে অথবা বিচ্ছেদের সমস্যার সৃষ্টি”।

তিনি আরো বলেন, “এইগুলোর ফলে যাতে যুবসমাজকে কোন রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই জন্যই দেশের ইউনিফর্ম সিভিল কোড লাগু করা অত্যন্ত দরকার। আর্টিক্যাল ৪৪ এ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এই আশা করা হয়েছে শুধু এটা আশা করলে হবে না বাস্তবেও এই আশা পূর্ণ করতে হবে”।

দেশের বিভিন্ন আদালতে আইনজীবীরা বলেছেন যে, আইন গুলিতে যদি ভিন্নতা আনতে হয় তবে, দেশে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা অত্যন্ত জরুরি। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ভারতীয় সংবিধানের ৪৪ অনুচ্ছেদে বলা হয়েছে, “গোটা ভারতে প্রত্যেক নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি, যাতে নিশ্চিত করা হয় তারই প্রতিষ্ঠা করতে হবে”।