সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাপের মু’খে IPL নিয়ে নিজের ম’ন্ত’ব্য থেকে স’রে দাঁ’ড়া’লে’ন রামিজ রাজা

বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলার কিছুই নেই, একেবারে ভেঙে পড়েছে পাক রাজনীতি। ইমরান খান এখন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবে। কারণ নিজের গদি বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন তিনি, কিন্তু কোনভাবেই সফল হতে পারেনি।

এই সমস্ত কিছুর সাথে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। সারা বিশ্বের সামনে পাকিস্তানের আসল রূপ এখন ধরা পড়ছে সহজেই। ঠিক এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের খেলোয়াড় সাথে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা , ভারতকে না খোঁচানোর সিদ্ধান্তই নিয়েছে।

তাই এবার তিনি বললেন, আইপিএল নিয়ে আমার মন্তব্য কে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এমনকি তিনি জানেন পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি কেমন বর্তমানে? গত মার্চ মাসেই রামিজ রাজা বলেছিলেন, পিএস এলে যদি নিলাম পদ্ধতি শুরু হয়, তাহলে আইপিএল খেলতে কেউ যাবে না।

আরো পড়ুন: আধার কা’র্ডে আজব নাম, যোগীরাজ্যে ভর্তিই হ’তে পা’র’লো না খুদে

পি এস এলে নাকি ড্রাফট পদ্ধতি, তাই আইপিএলের থেকে অনেকটাই পিছিয়ে পি এস এর। কিন্তু এই নিয়মকে বদল করতে চায় রামিজ রাজা। যদি নিলাম চালু করতে পারে তাহলে পি এস এল এগিয়ে থাকবে আইপিএল থেকে।

এখানেই শেষ নয়, তিনি এও বলেছেন দেখি আইপিএল কে খেলতে যায়? এবার পরিস্হিতি সামাল দেওয়ার জন্যই কার্যত ঘুরে দাঁড়ালেন রামিজ রাজা, তিনি এবার বলতে বাধ্য হলেন, আমার কথাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে।

আমরা জানি ভারতের অর্থনীতির সাথে পাকিস্তানের অর্থনীতির তুলনা করে লাভ নেই। তবে আমরা পি এস এলকে আরও ভালো করতে চাই।