সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেললাইনে খেলছে দুই নাবালক, দুরন্ত গ’তি’তে আসছে ট্রেন, কিন্তু….

কোন সময় রেল লাইন দিয়ে হাঁটা কিংবা দৌড়ানো কিংবা খেলা উচিত নয়, কারণ যখন তখন রেল লাইন দিয়ে ট্রেন যেতে পারে, যার ফলে আসতে পারে বড় বিপদ।

বিশেষ করে বাচ্চাদের এই যায়গা সব সময় দূরত্ব বজায় রাখা উচিত, কারণ তারা অনেক সময় খেলায় মগ্ন থাকে যার ফলে কোনো সিগন্যাল এর দিকে নজর থাকে না।

তাই হঠাৎ করেই বিপদের সম্মুখীন তারা হতেই পারে। এই রকমই একটি বিপদের সম্মুখীন হয়েছে কানাডার টরন্টোর হাম্বার সংলগ্ন একটি রেল সেতুতে।

আরো পড়ুন:. আপনার বয়স কি ৪০ পে’রি’য়ে গিয়েছে? ত’বে এই নিয়মগুলো আপনার জ’ন্য

নদীর ওপর দিকে তৈরি সেতুটির উপর দুই নাবালক তাদের খেলায় মগ্ন ছিল এদিকে ট্রেন আসছে, সেটা তারা কোনমতেই বুঝতে পারেনি। স্বাভাবিক যে বাচ্চারা সব সময় খেলার মধ্যেই মগ্ন থাকে তাদের খেলার বাইরের পৃথিবীর সম্পর্কে অতটা জ্ঞান থাকেনা।

হঠাৎ করেই সেই দুই নাবালক এর মধ্যে একজন বুঝতে পারে যে ট্রেন আসছে এবং একজন রেললাইন থেকে কোনমতে বেরিয়ে যায়,‌এই ঘটনার ক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি কারণ দুটি বাচ্চা খেলছে দেখে হঠাৎ করেই ট্রেনের ড্রাইভার ব্রেক কষে দেন যার ফলে ট্রেনটি থমকে যায়। ট্রেনটিতে ব্রেক লাগানোর জন্যই রেল লাইনে দাঁড়িয়ে থাকা আর একটা বাচ্চার ও কোনরকম ক্ষতি হয়নি।