সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আড়াই কো’টি টা’কা দরকার, হা’ত জো’ড় করে প্রধানমন্ত্রীর কাছে আ’র্জি জা’না’লো খুদে মাহি

বয়স তার মাত্র সাত বছর। জীবনে এখনো অনেকটা পথ যাওয়া বাকি। তবে ছোট থেকেই তার সঙ্গী তার শরীরে বাসা বাঁধা ভয়ঙ্কর এক বিরলতম রোগ। চিকিৎসার পরিভাষায় যাকে বলে মরকিও সিনড্রোম। প্রতি দুই লক্ষ জনে একজনের শরীরে এমন রোগ বাসা বাঁধে। সে জিন ঘটিত রোগের শিকার হয়েছে সে। যে রোগের চিকিৎসা ব্যয় সাপেক্ষ। তার পুলিশ কর্মচারী বাবার পক্ষে মেয়ের চিকিৎসার ভার ওঠানো সম্ভব নয়। তাই সে দ্বারস্থ হয়েছে প্রধানমন্ত্রীর।

‘নমস্কার মোদীজি, আমাকে সাহায্য করুন। আমি বিরল রোগে আক্রান্ত! আপনি আমার ওষুধের ব্যবস্থা করে দেবেন?’, ঠিক এইভাবেই প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি জানিয়েছে ছোট্ট মেয়েটি। সে যে রোগে আক্রান্ত হয়েছে তাতে তার বৃদ্ধি হচ্ছে না। এই রোগে হাড়ের বৃদ্ধি হয় না। মেরুদন্ড ধীরে ধীরে বেঁকে যায়। মাথা বড় হয়ে গিয়ে অনেকটা বামনের মতো দেখতে লাগে রোগীকে।

a51j1lqo

তেমনই এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলেছে ছোট্ট মাহি। বাবা মা এর মাধ্যমে এই ঘটিত রোগ প্রবেশ করেছে তার শরীরে। যার পরিণতিতে তার শরীরে অনেক জটিলতা দেখা দেবে। এই রোগের চিকিৎসা সম্ভব। তবে তার জন্য পরিবারকে খরচ করতে হবে আড়াই কোটি টাকা। ২৭ হাজার টাকা বেতনের চাকরি করা বাবার ওকে সেই টাকা পুরোটা জোগাড় করা সম্ভব নয়।

তবুও তিনি মেয়ের চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। পুলিশ ডিপার্টমেন্ট থেকে পেয়েছেন ১ লক্ষ টাকার ঋণ। কিন্তু মাহির চিকিৎসা এটা কিছুই নয়। তাই ছোট্ট মেয়েটি আজ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। নিজের চিকিৎসার জন্য সে নিজেই আবেদন জানিয়েছে নরেন্দ্র মোদির কাছে। ছোট্ট মেয়েটির সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।