সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নকশালীদের উপর হা’ম’লা জওয়ানদের, গড়চিড়ৌলির জঙ্গলে এনকাউন্টারে নি’কে’শ ২৬ জ’ঙ্গি

পুলিশের গুলিতেই এবার খতম ২৬ জঙ্গী, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিড়ৌলিতে। গতকাল শনিবার সকাল থেকেই দু পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে গিয়েছিল যা একেবারে দুপুর পর্যন্ত বহাল ছিল। প্রথম দিকে জঙ্গীদের পাল্লা ভারী থাকলেও শেষ হাসি হেসেছিল গড়চিড়ৌলির পুলিশই। পুলিশের এনকাউন্টারে কোলগুট জঙ্গলে লুকিয়ে থাকা ২৬ জন নকশাল নিকেশ হয়েছে। এই নিয়ে সেখানকার এসপি জানিয়েছেন আসলে এই নকশাল দের গতিবিধির ওপরে তাদের নজর ছিল অনেকদিন থেকেই, এদের দমন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হলেও তেমন কার্যকর হচ্ছিল না।

কিন্তু এবার তাদের দমন করতে স্পেশাল c৬০ স্কোয়াড নামানো হয় তারাই তল্লাশী চালায় ও চারদিক থেকে ঘিরে ফেলে তাদের। কিন্তু বাচার জন্য তারা স্কোয়াডের ওপরে গুলি বর্ষণ শুরু করে, আর তার পরেই দু পক্ষের মধ্যে শুরু হয়ে যায় গুলির লড়াই।
সেই গোলাগুলির পরে মোট এখনও ২৬ জন নকশালের মৃত দেহ উদ্ধার করা গেছে, তবে নকশালের গুলির ফলে তিনজন জওয়ান আহত হয়েছে। এই অভিযানকে নকশাল দমনের সব থেকে বড় একটি অভিযান বলে মনে করা হচ্ছে।

তবে এই অভিযান তেমন একটা সহজ সাধ্য ব্যাপার কখনই ছিল না। এর আগেও অনেক উদাহরন আছে নকশাল দমনের, তবে এটি সর্বপ্রথম যেখানে জওয়ানদের সুরক্ষিত রেখেই এতজন নকশালকে একবারে খতম করা গেছে।স্বাভাবিক ভাবেই এটা একটি বড় ঝটকা সমস্ত নকশাল গোষ্ঠীদের জন্য। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে নকশাল দমন করার জন্য পুলিশ গ্রে হাউন্ড নামে একটি স্কোয়াড বানিয়েছে, তাদের প্রধান কাজই হল নকশাল দমন করা।