সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Maruti সহ অন্য কোম্পানির দিন শেষের দি’কে! বাজার জু’ড়ে শুধুই Tata

এসইউভি গাড়ির কথা যদি বলা যায় তাহলে, বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় একটি সেগমেন্ট।সবার নজর এখন এসইউভি কিংবা আরবান এসইউবির দিকেই। গাড়ির কোম্পানি গুলো মানুষের এই আকর্ষণ ধরে রাখার জন্যে নিত্য নতুন গাড়ির ডিজাইন তৈরি করে চলেছে তারা।

Tata Motors Cars, Sedans, Hatchbacks, SUVs | Tata Motors Limited

কোনভাবেই যেন থেমে থাকতে চাইছি না তারা, আর সেই কারণেই তাদের এই সেগমেন্টে জনপ্রিয় হয়ে উঠেছে অনেক কয়েকটি এসইউভি গাড়ি। যার মধ্যে রয়েছে হুন্ডাই ক্রেটা, ভিটারা ব্রেজ্জা।

আরো পড়ুন:Flipkart Big Bachat Dhamal Sale: ধামকাদার ছা’ড় যে কোন প’ণ্য ক্রয়ের উপর

কিন্তু ওই যে বললাম নতুন ডিজাইন এবং নতুন গাড়ি তৈরি করার ক্ষেত্রে কোন সংস্থায় থেমে থাকছে না,আর সেই কারণেই 2022 সালের একটি নতুন এসইউভি বাজারে এসেছে। যা কিনা সবাইকে পেছনে ফেলে এক্কেবারে দ্রুত এগিয়ে গেছে।

Tata Car Sales April 2021 - Nexon, Tiago, Harrier, Safari, Altroz, Tigor

বলা যেতে পারে জানুয়ারি মাসের সব থেকে বেশি বিক্রিত এসইউভি গাড়ি, যা কিনা সংস্থা ইতিমধ্যেই 13800 ইউনিট বিক্রি করে ফেলেছে। টাটা সংস্থার এই এসইউভি মন কেড়ে নিয়েছে সবার।

আরো পড়ুন:Tesla Car: মাত্র ৫ ভারতীয়র কা’ছে এই গাড়ি, দেখে নিন

আসলে 2021 সালের ডিসেম্বর মাস থেকেই এই এসইউভি বিক্রির ধুম পড়েছিল বাজারে, 12899 টি ইউনিট বিক্রি হয়েছিল বাজারে।

এদিকে আবার টাটা মোটরসের মাইক্রো এসইউভি সেকশনে দারুন বদল এনেছে, টাটা পাঞ্চ। লঞ্চ হওয়ার পর থেকেই দারুন বিক্রি ছিল এই সেগমেন্টের গাড়ি।

Forbes India - Tata Motors, Microsoft Collaborate For Connected Cars

যার কারণে টপ টেন এর মধ্যে নাম লিখিয়েছে টাটা পাঞ্চ। ইতিমধ্যে জানুয়ারি মাসে 10 হাজার ২৭ টি গাড়ি বিক্রি করেছে। আর সেই কারণেই টপ টেন লিস্ট এ প্রবেশ করেছে সহজেই।

এদিকে যদি আবার লক্ষ করা যায় তাহলে দেখা যাবে টাটা নিক্সন এর পর, টপ টেন তালিকায় রয়েছে হুন্ডাই, ভেন্যু,কিয়া সেলটস সহ আরো কিছু গাড়ি।