সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তাজপুরে কাঁকড়া খেয়ে প্রা’ণ গে’লো পর্যটকের

সামুদ্রিক মাছে অনেকেরই অ্যালার্জি থাকে। কাঁকড়াও সহ্য হয় না অনেকের। এর আগে গত ২১ নভেম্বর দিঘায় বেড়াতে গিয়ে সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয় বেহালার সৌম্যদীপ শিকদারের। তার ঠিক মাসখানেক পরের ঘটনা। বীরভূমের এক তরুণীরও সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয়।

এক্ষেত্রেও মৃত্যুর কারণ হিসাবে কাঁকড়ার কথাই উঠে এসেছে। এবার তাজপুরে কাঁকড়া খেয়ে প্রাণ গেল সোদপুরের বৃদ্ধের। পর্যটকের প্রাণহানির ঘটনায় অস্বাভাবিক মৃত্যুমামলা রুজু করা হয়েছে।

দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। নিহত পর্যটকের নাম সুদীপ মুখোপাধ্যায়। তিনি উত্তর ২৪ পরগনার সোদপুর থানা এলাকার শুকচর ১৩৯ নরসিংহ দত্ত ঘাট রোডের বাসিন্দা।

আরো পড়ুন: মাত্র ২ বছর বয়সে ১০০ দাসের রাজধানীর না’ম বলতে পা’রে বাঁকুড়ার এই খুদে, নাম উ’ঠ’লো রেকর্ড বু’কে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবারই পরিবার নিয়ে দিঘায় বেড়াতে যান। রবিবার গিয়েছিলেন তাজপুর। সকাল থেকেই ঘোরাঘুরির পর দুপুরে স্থানীয় একটি হোটেলে খাওয়াদাওয়া করেন।

তারপর সমুদ্রে স্নান করতে নামেন। কাঁকড়া খাওয়ার পর থেকেই শরীরে অস্বস্তি শুরু হয়। বাড়ির লোকজনকে তা জানান তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। তাতেও শেষরক্ষা হয়নি।

চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দিঘা মোহানা কোস্টাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।