সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ড্রোন ক্যামেরার নামকরণ হ’লো ধোনির না’মে, কোন ক্ষে’ত্রে কা’জ করবে এটি?

রবিবার প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি লঞ্চ করলেন ভারতে তৈরি ড্রোন ক্যামেরা ‘ড্রোনি’র । এই নয়া ড্রোন ক্যামেরার নামকরণ হয়েছে ধোনির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে চেন্নাইয়ের কোম্পানি গরুড় অ্যারোস্পেসের তৈরি ।

গরুড় অ্যারোস্পেসের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ধোনি। জানা গিয়েছে, জুন মাসে এই কোম্পানিতে বিনিয়োগও করেন কিংবদন্তি ক্রিকেটার তথা চেন্নাই সুপাকিংসের তারকা অধিনায়ক।

গরুড় অ্যারোস্পেসের কৃষিকাজে কাজে লাগার মতো ড্রোন তৈরি করে থাকে । সৌর প্যানেল পরিষ্কার, শিল্প পাইপলাইন পরিদর্শন, কৃষিক্ষেতে কীটনাশক স্প্রে করা, ম্যাপিং এবং জরিপ সংক্রান্ত সমস্যার সমাধানে ব্যবহৃত হয় এই কোম্পানির ড্রোন। এবার তাতে সংযোজিত হল নয়া ড্রোনি।