সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাপানের পূর্ব প্রধানমন্ত্রী শিনজো আবের উপর আ’ত’তা’য়ী’র গু’লি চালানোর ভিডিও ভাইরাল

গুলিবিদ্ধ হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। ‘দ্য জাপান টাইমস’ জানিয়েছে, পশ্চিম জাপানের নারা শহরে গুলি চালানোর খবর ঘটেছে।

রয়টার্স সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বন্দুক। জানা গিয়েছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচির সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। নারা শহরে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তৃতা পেশের সময় গুলি চালানো হয়। এর পরই লুটিয়ে পড়েন শিনজো। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, ৬৭ বছর বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদ শিনজো আবে ২০০৬ সালে প্রথম জাপানের প্রধানমন্ত্রী পদে বসেন। এক বছরের মধ্যেই অবশ্য সরকারের পতন হয়েছিল। পরবর্তী ফের একবার ২০১২ থেকে ২০২০ পর্যন্ত চলেছিল এই শিনজোর সরকার।