সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সৈকত শহর দীঘায় কাঁকড়া খে’য়ে ফে’র পর্যটকের মৃ’ত্যু, ব্যা’প’ক চা’ঞ্চ’ল্য

নভেম্বরে দিঘায় কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছিল বেহালার বছর বাইশের যুবক সৌম্যদীপ শিকদারের। চিকিৎসকের মতে, সামুদ্রিক মাছ ও কাঁকড়ায় অনেকেই অ্যালার্জি সমস্যা থাকে। তার উপর কাঁকড়াগুলিকে ঠিকমতো পরিশোধন করা হয় না। ফলে বেশিরভাগ পর্যটকই অসুস্থ হয়ে পড়ছেন।

এবার দিঘায় ফের মৃত্যু হল এক পর্যটকের। দিঘার সেই কাঁকড়া খেয়েই প্রাণ গেল এক তরুণীর। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল দিঘা তে।

মৃতের নাম দীপিকা ভগৎ। বীরভূমের রামপুরহাটে থাকেন। বৃহস্পতিবার পরিবারের লোকেদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন তিনি। সন্ধেবেলায় গিয়েছিলেন সমুদ্রের ধারে। রাতে একটি হোটেলে খেতে ঢোকেন তাঁরা। হোটেলে সামান্যই কাঁকড়া ভাজা খান ওই তরুণী।

দীপিকায় এদিন ভোরে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। রামপুরহাটের তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।