সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামীকালই বড়দিন, বিশ্বের এই দেশগুলোতে ক্রিসমাস পালন করা নি’ষি’দ্ধ

আর ২৪ ঘন্টাও নেই বড়দিন আসতে। গোটা বাংলা জুড়ে ক্রিসমাস উজ্জাপনের প্রস্তুতি নিচ্ছে। পার্ক স্ট্রিট সেজে উঠেছে সুন্দর সুন্দর আলোয়। কারন আমাদের বাংলা বাঙালি প্রধান দেশ হলেও এখানে সব ধর্মের উৎসবই আনন্দের সাথে পালন করা হয়। বড়দিনে অল্প বিস্তর সব বাড়িতেই কেক নিয়ে আসা হয়। সারাদিন অনেক হয় হুল্লোড় করে কাটানো হয়। কিন্তু এমন অনেক দেশ রয়েছে যেখানে বড়দিন পালিত হয় না। শুধু বড়দিন নয় অনেক উৎসবই পালিত হয়না আসুন জেনে নেওয়া যাক কোন কোন দেশ রয়েছে।

১. সৌদি আরব :- এই দেশটি পুরোটাই ইসলাম ধর্মীয় দেশ। এখানে সকল জনসাধারণকে অনেক কঠিন নিয়মের মধ্যে দিয়ে থাকতে হয়। এখানে ইসলাম ধর্মের উৎসব ছাড়া অন্য কোনো ধর্মের উৎসব পালন করার অনুমতি নেই।

২. উত্তর কোরিয়া :- উত্তর কোরিয়াতে বড়দিন পালন করা যায় না। শুধু তাই নয় ভগবান যিশুর জন্মদিন উপলক্ষে কোনও ছুটি দেওয়া হয় না বলে জানা যাচ্ছে।

৩. তাজিকিস্তান:- এই দেশেও বড়দিন নিষিদ্ধ বলেই জানা যাচ্ছে। আগে হয়তো হতো কিন্তু ২০১৪ সাল থেকে নিষিদ্ধ হয়েছে সান্তাক্লজও। অর্থাৎ সান্তা সেজে আসেও না কোনো বাচ্চাকে গিফট দিতে।

আরো খবর: “এক পদ, এক পেনশন” নিয়ে ব’ড়ো সি’দ্ধা’ন্ত মোদি সরকারের, উপকৃত হবেন ২৫ লক্ষ অবসরপ্রাপ্ত সেনাকর্মী

৪. সোমালিয়া:- সোমালিয়াতে শুধু বড়দিন নয়, নতুন বছর উপলক্ষেও কোনও উৎসব পালন করা হয় না। আসলে অনেক দেশ রয়েছে যারা একনায়কতন্ত্রে বিশ্বাসী। সেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভাবনা চিন্তা কেউ করে না। আর তাই তো নিজেদের ধর্ম বাদে তারা অন্য ধর্মের কোনো অনুষ্ঠানই পালন করে না।

কিন্তু আমাদের ভারত তেমন দেশ নয়। এখানে সকল ধর্মের মানুষের তাদের উৎসব পালন করার অনুমতি আছে। সরকার নিজেও অনেক ধর্মের উৎসবে ছুটি ঘোষণাও করেন। শুধু তাই নয় যাদের ধর্ম আলাদা তারাও অন্য ধর্মের উৎসবে সামিল হতে দেখা যায়।