সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ পয়লা মে, ফে’র দা’ম বাড়ল গ্যাসের, জেনে নিন বিশদে

গ্যাসের দাম ফের একবার বাড়তে চলেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ক্রমশ বাড়ছে। এবার 19kg বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে 2,455 টাকা হতে চলেছে।

প্রতি মাসের 1 তারিখে এবং 15 তারিখে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের পর্যালোচনা করা হয়। কোনো ক্ষেত্রে দাম বাড়ানো অথবা কমানো হয়। এবার মোট 103 টাকা 50 পয়সা দাম বাড়ানো হচ্ছে।

এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 103 টাকা 50 পয়সা বাড়ানো হলো। এক্ষেত্রে বহু মানুষ সমস্যায় পড়তে চলেছেন। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে 2455 টাকা।

আরো পড়ুন: ট্রান্সপারেন্ট পো’শা’কে রাস্তায় হ’ট পো’জে নোরা ফতেহি, লুক দে’খে নেটিজেনরা হৈচৈ শু’রু করে দিয়েছেন

একমাস আগে গ্যাসের দাম বেড়েছিল। সেই সময়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল 2351 টাকা 50 পয়সা। এর ফলে অনেক ব্যবসায়ীর মাথায় হাত পড়ে।

হোটেল, রেস্তোরা, চায়ের দোকানে কার্যত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। গ্যাস সিলিন্ডারের দামের ক্রমবৃদ্ধিতে এই ব্যবসায়ীরা দারুন সমস্যার মুখে পড়ছেন।

গ্যাসের দামের বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, উচ্চবিত্ত-নিম্নবিত্ত নির্বিশেষে সমস্যার সম্মুখীন হচ্ছেন।