সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আকাশে এটি কি? UFO না’কি?

সোশ্যাল মিডিয়ার প্রতিদিন কত কিছুই না ভাইরাল হয়। তার কোনোটার থাকে সুনির্দিষ্ট ব্যাখ্যা আবার কোনটার রহস্য উন্মোচন করা সম্ভব হয় না। এবার সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। আকাশে উড়ে এসেছে ভিনগ্রহের প্রাণী।

অবাধে আকাশে বিচরণ করছে এই প্রাণী। বৃহস্পতিবার সকালে তুরস্কের আকাশে ধরা পড়েছে এই দৃশ্য। বিরাট গোলাকার মেঘের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। লাল রঙের ওই বস্তুটিকে দেখে অনেকেই দাবি করেছেন ওটি আসলে ইউএফও। ঠিক একেবারে ইউএফওর মতন চেহারা।

এক ঝলকে দেখলে প্রথমে মেঘের রাশি বলেই মনে হবে। পরে অনেকক্ষণ খেয়াল করলে তবে বুঝতে পারবেন যে সত্যিই কোন ভিনগ্রহের প্রাণী। কিন্তু কোথা থেকে এসেছে এটি। এটি ইংরেজি সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে।

আরো খবর: ৪ কন্যা সন্তানের জ’ন্ম, প্রথম পেলেন মা’তৃ’ত্বে’র স্বা’দ, আনন্দে আ’ত্ম’হা’রা পরিবার

গোলাকার মেঘের ছবি পোস্ট করেন এক নেট নাগরিক তিনি জানিয়েছেন এই ভিডিও নিয়ে চর্চা হতে শুরু হয়েছে। যদিও তুরস্কের আবহাওয়াবিদরা এই রহস্যের উদঘাটন করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা এক ধরনের মেঘ।

মেঘের পুঞ্জ এমন ইউএফওর আকার ধারণ করেছে। কেউ যাতে এটি দেখে আতঙ্কিত না হন সেই ব্যাপারেও সাবধান করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তারা জানিয়ে দিয়েছেন এই পুঞ্জিভূত মেঘের কারণেই ব্যাপক বৃষ্টি হতে পারে তুরস্কে।