সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজই সেই অভিশপ্ত দিন, ৬ হাজার জনের মৃ’ত্যু

আজই সেই অভিশপ্ত দিন। 16 জুন 2013 সালে কেদারনাথ ধামে আজকের দিনে ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। 2013 সালে জুনের দ্বিতীয় সপ্তাহে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি হয়েছিল।

তবে প্রথম দুই দিন রুদ্রপ্রয়াগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছিল। তবে ১৬ জুন সন্ধ্যায়, বায়ুমণ্ডল পরিবর্তন হতে শুরু করে। কয়েক ঘন্টা পরে, কেদারনাথ মন্দিরে জলে ভরে যায়।

বৈদ্যুতিক যোগাযোগ ছিন্ন হয়। ভারী বৃষ্টির কারণে ভূমিধস হতে শুরু করে। ব্রিজ-রাস্তা ভেসে গিয়েছিল। সেদিন জলের তোড়ে ভেসে যায় বহু মানুষ।

আরো পড়ুন: টেট দু’র্নী’তি: ২৬৯ নয় ২৭৩ জ’ন, আ’রো ৪ জনের চাকরি বাতিল হতে পা’রে শীঘ্রই

প্রায় তিরিশ হাজার নর-নারীকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় ছয় হাজার লোকের। সরকারি হিসেবে আজও নিখোঁজ 3,183 জন।