সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

CBI ত’ল্লা’শি’র মাঝেই নতুন দল ঘো’ষ’ণা করলেন TMC নেতা বিভাস

নিয়োগ দুর্নীতির পান্ডার খোঁজে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তিনি বড়ঞার তৃণমূল বিধায়ক। তাকে আটক করে সিবিআই।

এরপর গতকাল,শনিবার সকালে তৃণমূল নেতা তথা বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি বিভাস অধিকারীর নলহাটির বাড়ি ও কলকাতার ফ্ল্যাটে হাজির হয়ে সিবিআইয়ের আধিকারিকরা তল্লাশি চালায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় নিয়োগ দুর্নীতি নিয়ে।

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে সিবিআইয়ের হাতে বিভাস অধিকারীর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে। সর্বপ্রথম কুন্তল ঘোষ ও গোপাল দলপতির মুখে উঠে আসে বিভাস অধিকারীর নাম। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি যুক্ত।

আরো খবর: ফের ক’রো’না’র ভ’য়’ঙ্ক’র রূপ দেখতে হতে পারে বিশ্বকে! আ’শ’ঙ্কা করছেন গবেষকরা

কিছুদিন আগেই নিজের শারীরিক অসুস্থতার কথা বলে বীরভূমের ব্লক সভাপতির পদে ইস্তফা দেন তিনি। এতদিন তৃণমূলে থাকলেও,হঠাৎই নিজের নতুন দলের ঘোষণা করে সবাইকে চমকে দিলেন তিনি।

২০১৮ সাল থেকেএ নতুন একটি দলের পরিকল্পনা করছিলেন তিনি । বিভাস জানিয়েছেন, ‘আগামীকাল থেকেই আমার নতুন দল পথ চলা শুরু করবে। এর নাম দিয়েছি অল ইন্ডিয়া আর্য মহাসভা।’ ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে দল গঠনের অনুমতি পেয়ে গিয়েছেন তিনি।