সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজ্ঞাপনের ঠেলায় অ’তি’ষ্ঠ? Ad Block করার স’হ’জ উপায় জেনে নিন

বিজ্ঞাপন একটা সময় ভালো লাগুলেও। কিন্তু সবসময় ভালো লাগে না। অহেতুক জ্বালাতন করতে থাকে এই বিজ্ঞাপন। সেটা যেকোনো ক্ষেত্রেই হোক না কেন। যারা কিনা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকে তারা একমাত্র জানে এই বিজ্ঞাপনের ঝামেলা। পপ আপ অ্যাডের মাধ্যমে কতসময় যে ভুলভালে নষ্ট হয়ে যায় তা বলা মুশকিল।

সময়ের থেকেও বড় কথা টাকা নষ্ট হওয়ার ব্যপারও রয়েছে এই ক্ষেত্রে। সব সময় একেবারে ভুলভাল জিনিস,য আ খুব বিরক্তকর। দিন যাচ্ছে এই অহেতুক অ্যাডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই ঝুকিও বৃদ্ধি পাচ্ছে অনেকটাই। অনেক সময় দেখা যাচ্ছে মানুষকে ঠকিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে কিছু অসাধু ব্যাক্তি নিজেদের কার্য সিদ্ধি করছে।

আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই ভুল্ভ্রান্তিতে কোন না কোনো বিজ্ঞাপনে ক্লিক করে থাকি, যার কারণেই অনেক সমস্যার মুখে পরতে হয়। যেকোনো অ্যাপ ডাউনলোড করলেই এই সব বিজ্ঞাপন এসে মাথা নষ্ট করে দেয়। একটা সময় এমনটা ছিল না, অন্তত অ্যাপ ডাউনলোড করার পরে এমন কখনই হত না। সম্প্রতি এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

আরো খবর: সবচেয়ে সস্তার ইলেক্ট্রিক মোটরসাইকেল ল’ঞ্চ, এক চার্জেই ছু’ট’বে ১৩০ কিমি

তবে এই বিজ্ঞাপন থেকে বাচার কি কোনো উপায় নেই? তাহলে এবার দেখে নিন অ্যাড ব্লকারের কামাল। অনেকেই হয়ত জানে না, অ্যাড ব্লকারের মাধ্যমে সহজেই অ্যাড ব্লক করা যায়, আমরা সবাই ক্রোম ব্যবহার করে থাকি। সেখানে গিয়েই আমরা অহেতুক অ্যাড বন্ধ করতে পারি। এর জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে।

• প্রথমেই আপনাকে ফোনের Google Crome ব্রাউজারটি খুলতে হবে।

• সেখানে ওপরে ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

• এর পরেই আপনি settings বিকল্পটি দেখতে পাবেন।

• সেখানে গিয়ে site settings-এ ক্লিক করুন।

• সেখানে Ads and Pop-Up And Redirects বলে একটি অপশন দেখতে পাবেন।

• আর সেখানে গিয়ে এই দুটি অপশনকেই এনেবল করতে হবে আপনাকে। তাহলেই আপনার কাজ হয়ে যাবে।