সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবচেয়ে সস্তার ইলেক্ট্রিক মোটরসাইকেল ল’ঞ্চ, এক চার্জেই ছু’ট’বে ১৩০ কিমি

বর্তমান সময় ইলেক্ট্রিক যান ছাড়া মানুষ একেবারেই অচল। কারণ গ্রীন হাউসের কারণে আমাদের যে দূষণ হয়ে চলেছে সেটা কমানোর চন্য আমাদের সৌরশক্তি, জল শক্তি, বায়ু শক্তির সাথে সাথে জ্বলানির ধীরেধীরে ব্যবহার কমিয়ে ইলেক্ট্রিকের দিকে অগ্রসর হতে হবে।

আর সেইকারণেই প্রায় সমস্ত কোম্পানি তাদের নতুন নতুন মডেল বাজারে নিয়ে আসছে। ২০২৩ সালের অটোএক্সপোতে সেই ব্যাপার লক্ষ্য কর আগেছে। পেট্রোল ডিজেলের সাথে সাথে ইলেক্ট্রিক যানও নিয়ে এসেছে বিভিন্ন সংস্থা। তবে এবার এই পথ ধরেই নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল PURE EV।

এই বাইকের দাম রাখা হয়েছে ১ লক্ষ টাকা। চারটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই বাইক। বাইকের নাম দেওয়া হয়েছে ecoDryft। জানা যাচ্ছে কোম্পানি হায়দ্রাবাদের দফতরে এই মডেলের ডিজাইন ডেভেলপ করা হয়েছে। নিউ দিল্লিতে এই মোটর সাইকেলের লঞ্চের সময় দাম ছিল ১ লক্ষ টাকা, কিন্তু এক্স শোরুম দাম পরবে ১ লক্ষ ১৫ হাজার টাকা।

আরো খবর: মেয়ে মালতির মুখের ছ’বি প্র’কা’শ্যে আনলেন নিক-প্রিয়াঙ্কা, আপনিও দেখুন

সংস্থা দেশেরস অবথেকে বড় ডিলারশিপ খোলার কাজ শুরু করেছে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে যে দক্ষিন এশিয়ার দেশে কোম্পানির প্রোডাক্ট রফতানি হচ্ছে। সাথে আফ্রিকা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই মোটরসাইকেল রফতানি করার পরিকল্পনা করছে সংস্থা।

এই মডেলের স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলতে হয় তাহলেই বলতে হয় এক চার্জে 130 km ছুটবে এই মডেল।সর্বোচ্চ 75 km প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারবে ecoDryft। এখানে থাকছে AIS 156 সার্টিফায়েড 3.0 kWh ব্যাটারি। সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক দিয়েছে PURE EV