সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোল্ট্রি ফার্মের সামনে তিনটি ট্রাক এসে দাঁ’ড়া’লো, শুরু হলো লু’ঠপা’ট, ৩০ লক্ষ টাকার মুরগি গা’য়ে’ব

বাড়ির সামনের মুদির দোকান এখন একেবারে খা খা করছে কোথাও কিছু নেই। আগে যেমন খাবারের ট্রাক আসত কিন্ত তাও আসা বন্ধ করে দিয়েছে। তাই এখন মানুষের উপায় কি ? না খেয়ে থাকতে হবে তাদের। চাল ডাল আটা কিছুই নেই।

তাই এবার এক অবাক করা সিদ্ধান্ত নিল পাকিস্তানের বাসিন্দারা।প্রায় ৫ হাজারেরও বেশি মুরগি চুরি (Chicken Stolen) করে পালান স্থানীয় বাসিন্দারা, আর সেই কারণেই এবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এই ঘটনা ঘটেছে তাছাড়া পাকিস্তানের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ , দেশে যে চরম আর্থিক ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে তার জন্য বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বাসিন্দারা।

আরো খবর: মা’ত্র ১২ দিনের সংসার, তাতেই প্রাক্তণ স্বামীর কাছ থেকে পামেলা ৮২ কোটির খো’র’পো’ষ পাচ্ছেন!

পোল্ট্রি ফার্মের মালিক জানায়, গত সপ্তাহের বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। ১২ জন লোক সহ দুটি ছোট ট্রাক নিয়ে লুট করতে আসে অজ্ঞাত ব্যক্তিরা। প্রথমেই তিনজনকে বন্দি বানায়, তাদের হাতে অস্ত্র থাকায় পোলট্রি মালিকরা ভয় পেয়ে যায়।

তারপরেই তাদের বাথরুমে বন্ধ করে। তারা ভেবেছিল দুষ্কৃতীরা এসেছে টাকা লুটে করতে। কিন্তু দেখা যায় পোল্ট্রি ফার্মের দরজা ভেঙে তারা মুরগী চুরি করতে থাকে আর গাড়ি ভর্তি করে তারা বেড়িয়ছ যায়। হিসেব করে দেখা গেছে ৫ হাজারের বেশী মুরগী চুরি করেছে, তার বাজার মূল্য ৩০ লক্ষ টাকা।