সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরাখণ্ডে একাধিক রেল স্টেশন ও’ড়া’নো’র হু’ম’কি!

“ওড়ানো হবে উত্তরাখণ্ডের একাধিক রেলস্টেশন” এমনই বার্তা এল রুরকি রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট ই-মেলে। খবর সূত্রে জানা গিয়েছে এই মেল রেলস্টেশন সুপারিনটেনডেন্টের কাছে আসে ৭ই মে সন্ধ্যায়। রুরকি, লাকসার, হরিদ্দার, হৃষীকেশ, নাজিবাবাদ, দেরাদুন এই ৬ টি স্টেশন উড়িয়ে দেওয়া হবে বলে এরকমই হুমকি আসে।

এমনকি সাথে আরও ধর্মীয় স্থান ওড়ানোর হুমকিও আসে। এরকম একটি ই-মেইলে বার্তা আসার পরেই পুলিশ প্রশাসন ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে এবং গোটা ঘটনা বিষয়ে তদন্ত শুরু করেছে। বাড়ানো হয়েছে গোটা এলাকা জুড়ে নিরাপত্তা।

জানা গিয়েছে জইশ-এ-মহম্মদ জঙ্গিদের এয়ার কমান্ডার বলে পরিচয় দিয়েছেন সেই ব্যক্তি যিনি এই হুমকি ই-মেইলটি পাঠিয়েছিলেন।

আরো পড়ুন: বাবা আমিরের সামনেই বি’কি’নি পরে কেক কেটে জন্মদিন পা’ল’ন করলেন ইরা খান, শুনতে হ’লো ক’টা’ক্ষ

এই গোটা ব্যাপারে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানান, ওই ইমেইলটি করা হয়েছে জইশ-ই-মোহাম্মদের এরিয়া কমান্ডার এর নাম সেলিম আনসারির নামে।

এই গোটা ব্যাপারটি সংবাদমাধ্যম এএনআই কে জানিয়ে উত্তরখণ্ডের ডিজেপি অশোক কুমার জানিয়েছেন, গত ২০ বছর টানা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এইরকম হুমকির মেইল পাঠিয়ে যাচ্ছেন। তবুও আমরা এই বিষয় ভেবে নানান সর্তকতা অবলম্বন করেছি”।

ইতিমধ্যেই হরিয়ানার কারনাল জেলা থেকে সন্দেহভাজন চারজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ কর্তৃপক্ষ এবং যাদের থেকে প্রচুর পরিমাণে পাওয়া গেছে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক।

পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, টোল প্লাজা থেকে এই চারজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরেই উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য।

আরো পড়ুন: ঘরের ব্যালকনি থে’কে জিরাফদের খাওয়াচ্ছেন মহিলা, ভালোবাসায় ভ’রি’য়ে দিলেন নেটিজেনরা

জানা গিয়েছে যে এই চারজন খলিস্তানি জঙ্গি‌‌ দিল্লিতে আগামী দিনে নাশকতার নতুন ছক কষছিল। এই সমস্ত কিছুর পিছনে আইএসআই রয়েছে বলেই মনে করা হচ্ছে।

এর আগে পাকিস্তানের ড্রোনের মাধ্যমে নানান দিকে বিস্ফোরক এবং অস্ত্র পাঠানোর কারবার চলছিল। হরিয়ানার খলিস্তানি জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর পরেই হিমাচল প্রদেশের বিধানসভার গেটে দেখা গেছে খলিস্তানি পতাকা এবং যাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।