সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেনশনভোগী ও সরকারি কর্মীদের জন্য ভা’লো খবর, SBI-র হাত ধরে বি’রা’ট সুবিধা দে’বে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসর প্রাপ্ত কর্মী দের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। ইতিমধ্যেই কেন্দ্রের পেনশন ও পেনশন ভোগী কল্যাণ দফতরের তরফ থেকে েকটি পোর্টাল লঞ্চ করা হয়েছে, যেখানে এস বি আই হাত মিলিয়েছে।

সেই পোর্টালের মাধ্যমেই পেনশন ভোগীদের বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। আসলে সম্প্রতি কেন্দ্র ও স্টেট ব্যাঙ্কের তরফ থেকে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেখানেই ঠিক করা হয়েছে যারা পেনশন ভোগীরা রয়েছেন তারা যাতে কোনো সমস্যার মধ্যে না পরে, যখন তারা এস বি আই ও কেন্দ্রের বিভিন্ন পোর্টাল থেকে পরিষেবা গ্রহণ করবে।

তাই এবার সমস্ত দিক থেকে এক করে ইন্টিগ্রেটেড পেনশন পোর্টাল তৈরী করার পরিকল্পনা করা হচ্ছে। এই কর্মসূচি আয়োজন করার পেছনে মূল উদ্দেশ্য ছিল একটাই এস বি আই গ্রাহকদের সচেতন করার জন্য।

আরো পড়ুন: আজও প্রচুর ট্রেন বা’তি’ল করলো রেল

পেনশন নীতি, পেনশন প্রদান সমস্ত কিছু সম্পর্কে অবগত করতেই এই কর্মসূচী। শুধু কিন্তু তাই নয়, এর সাথে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়েছে এস বি আই কর্মীদের।

পেনশন ভোগীরা যাতে আয়কর সংক্রান্ত তথ্য ও ডিজিটাল মাধ্যমে এন্যুয়াল লাইফ সার্টিফিকেট জমে দেয় সেই সব বিষয়ে অবগত করা তাঁদের।

তবে কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ও ফেস অথেন্টিকেশন টেকনোলজির বিষয়টি নিয়ে নতুন এক প্রক্রিয়ার সূচনা করা হবে।