সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধুমাত্র টি-শার্ট ভাঁ’জ করেই গিনেস বু’কে নাম তুললেন এই যুবক, করলেন বিশ্বরে’কর্ড

মার্কিন যুবক ডেভিড রাশ মাত্র ১ মিনিটে ৩১টি টি-শার্ট ভাঁজ করে তাক লাগালেন। এর আগের রেকর্ড ছিল ২৩টি টি-শার্ট। সেই রেকর্ডকে গুঁড়িয়ে দিলেন ।

তাঁর নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ডেভিড জানিয়েছেন, এর পিছনে উদ্দেশ্য STEM (অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথামেটিক্স) শিক্ষার প্রচার। ১ মিনিটে সর্বাধিক টি-শার্ট টাঙানোর বিশ্বরেকর্ডও তাঁর দখলেই ।

তাই এবার এই পরিকল্পনা করেছিলেন তিনি। ডেভিডের মতে, প্রথমে টি-শার্টের একটি হাত ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে তারপর অন্যটি ভাঁজ করেই তলাটা ভাঁজ করতে হবে। আসলে ডেভিড ভুঁইফোঁড় থেকে বিশ্বরেকর্ডধারী হয়ে উঠেছেন রাতারাতি, এমন ভাবলে নিতান্তই ভুল হবে।

আরো খবর: বিশ্বকাপ জিতে নিজের সই করা জার্সি জয় শাহ-কে পা’ঠা’লে’ন মেসি

বরং ঠিক উলটোটাই। আমেরিকার ইডাহোর বাসিন্দা ডেভিডের দখলে রয়েছে আড়াইশোটিরও বেশি বিশ্বরেকর্ড। কেবল ২০২১ সালেই তিনি গড়েছেন ৫২টি রেকর্ড।

অর্থাৎ সপ্তাহে গড়ে একটি করে। এর মধ্যে রয়েছে সবচেয়ে বেশি ১১টি টি-শার্ট পরা, ১৬ সেকেন্ডে ৫টি টিশার্টকে হ্যাঙারে ভরে ফেলার মতো নানা কীর্তি।