সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’বা’র Mi ব্র্যা’ন্ডিং ব’ন্ধ ক’রে দে’ও’য়ার সি’দ্ধা’ন্ত নিল Xiaomi

এবার Mi ব্র্যান্ডিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল Xiaomi

Mi ব্র্যান্ডিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Xiaomi। এর অর্থ হলো এবার থেকে আর বাজারে Mi ব্র্যান্ডিংয়ের নামে কোনো স্মার্টফোন লঞ্চ করবেনা সংশ্লিষ্ট সংস্থা। Mi এর পরিবর্তে কোম্পানির প্রতিটি প্রোডাক্টে এবার থেকে Xiaomi নাম ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার এমন সিদ্ধান্ত নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে টেকনোলজির দুনিয়ায়।

কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mix 4 এর মাধ্যমে ইতিমধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চলতি মাসের শুরুতেই Xiaomi Mix 4 লঞ্চ হয়েছিল বাজারে। Mi ব্র্যান্ডিং ব্যবহার করা হয়নি সেই ফোনে। তবে শুধু স্মার্টফোন থেকেই Mi ব্র্যান্ডিং বন্ধ হচ্ছে নাকি সংশ্লিষ্ট সংস্থার বাকি সব প্রোডাক্ট থেকে Mi ব্র্যান্ডিং তুলে নেওয়া হচ্ছে সে সম্পর্কে অবশ্য এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।

XDA Developers-এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে, ভবিষ্যতে সংশ্লিষ্ট সংস্থার সব স্মার্টফোনই Xiaomi নামের অধীনস্থ হবে। উল্লেখ্য, Mi Pad 5 ও Mi Pad 5 Pro ট্যাবলেটগুলি সম্প্রতি লঞ্চ করা হয়েছে। তবে এটা ঠিক যে কোম্পানির স্মার্টফোন থেকে Mi ব্র্যান্ডিং সরছে। Mi Mix 4 এর পরিবর্তে Xiaomi Mix 4 লঞ্চ হয়েছে। Mi Mix, Mix Mix 2 ও Mi Mix 3 ফোনগুলি রয়েছে এই ব্র্যান্ডের অধীনে।

Xiaomi Mix 4 ব্র্যান্ডটি শুধু আপাতত চীনের বাজারেই লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে স্মার্টফোন ছাড়াও Mi ব্র্যান্ডের ফিটনেস প্রডাক্ট, স্মার্ট টিভি ও অন্যান্য আরও ডিভাইস বিক্রি করা হয়। টিভি, স্মার্ট ডিভাইস, টুল, খেলনা, অডিও, সাইকেল-সহ আরও একাধিক অ্যাক্সেসারিজ় ও আরও অনেক প্রডাক্ট লঞ্চ করেছে সংশ্লিষ্ট সংস্থা।