সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভিসা ও পাসপোর্ট ছাড়াই এবার ট্রেনে চে’পে পৌঁ’ছে যা’ন সিঙ্গাপুর! উঠতে হ’বে না বিমানে

বিদেশে ভ্রমণ করতে কে না চায়। সিঙ্গাপুর মরিশাস এবং থাইল্যান্ডের মতো বিভিন্ন দেশে আমরা ঘুরতে যেতে চাই কিন্তু আর্থিক সামর্থ্য না থাকার কারণে অনেক সময় ইচ্ছা পূরণ হয় না আমাদের। পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হলো সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে সমতল ভূমিতে একান্তে হেঁটে যাওয়ার মজাই আলাদা। প্রাকৃতিক দৃশ্য স্বাভাবিকভাবেই আপনাকে মুগ্ধ করে দেবে। কিন্তু অনেকাংশে পাসপোর্ট এবং ভিসা না থাকায় সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান ক্যানসেল করে দিতে হয় অনেককে।

কিন্তু এখন আর চিন্তা করার কোনো কারণ নেই। ভিসা পাসপোর্ট ছাড়া এবার সিঙ্গাপুর ভ্রমণ করতে পারবেন আপনি। এমনকি বিমান যাত্রা নয়, ট্রেনে করে পৌঁছে যেতে পারবেন মনের মতো স্থানে। নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন? আসলে আমরা বলছি ভারতে এমন একটি জায়গা যেখানকার নাম সিঙ্গাপুর।

আরো পড়ুন: শ্যাম্পু নিয়ে জ’রু’রি বা’র্তা দিলেন চর্মরোগ বিশেষজ্ঞ, না শুনলেই চ’র’ম মিস!

ট্রেনে করে পৌঁছে যেতে পারবেন এই স্থানে, অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। কিন্তু হাজার হোক আপনি বলতে পারবেন সিঙ্গাপুর থেকে ফিরে আসছেন আপনি। উড়িষ্যার একটি রেল স্টেশনের নাম সিঙ্গাপুর রেলস্টেশন।

আটিক এই কারণে সিঙ্গাপুরে যাওয়ার জন্য কোন ভিসা অথবা পাসপোর্ট প্রয়োজন হবে না আপনার। সিঙ্গাপুর স্টেশনে যাওয়ার জন্য আপনাকে ওড়িশার ট্রেন ধরতে হবে। বিলাসপুর তিরুপতি এক্সপ্রেস, হিরাকুন্ড এক্সপ্রেস, সমতা এক্সপ্রেস সহ আরো অনেক ট্রেন যায় এই স্টেশনের উপর দিয়ে।