সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হা’ম’লা, প্র’চু’র ক্ষয়ক্ষতির আ’শ’ঙ্কা

সৌদি আরবের আবা বিমানবন্দরে ড্রোন হামলা চালালো দুষ্কৃতীরা। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার হামলা চালানো হয়েছে। এই ঘটনার জেরে আটজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই বহু বিমান ধ্বংস হয়ে গিয়েছে বলেও খবর মিলেছে। এই হামলার দায় এপর্যন্ত স্বীকার করে নেয়নি কোনো জঙ্গি সংগঠন। যদিও এই ঘটনার পেছনে Shiite Houthi উগ্রবাদীদের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

এর আগে ইয়েমেনের দক্ষিণে একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল এই দুষ্কৃতীরা। সেখানে মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত পক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। প্রসঙ্গত ২০১৫ সাল থেকে ইয়েমেনের Shiite Houthi উগ্রবাদীদের সঙ্গে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট সংঘর্ষে লিপ্ত রয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এমনিতেই আফগানিস্তানের তালিবান রাজত্ব প্রতিষ্ঠিত হওয়া নিয়ে উদ্বিগ্ন সারা পৃথিবীর। আফগানিস্তানের পরিস্থিতি অশান্ত। আফগান নাগরিকরা দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছেন। তার মধ্যে সৌদি আরবের আভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে।