সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার বেসরকারি কর্মীদের মুখেও হা’সি ফু’ট’বে! দু’র্দা’ন্ত সব সু’বি’ধা দিলো EPFO

বেসরকারি কর্মচারীদের মুখে এবার হাসি ফুটতে চলেছে, ইপিএফও বিশ্বের বড় বড় দেশগুলোর সঙ্গে চুক্তি করেছে ও সেখানে থাকা ভারতীয় নাগরিকদের সামাজিক সুরক্ষা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। ইপিএফও এর সুবিধা সামাজিক নিরাপত্তা চুক্তির মাধ্যমে নেওয়া যেতে পারে, তার প্রক্রিয়া খুবই সহজ।

এই সামাজিক নিরাপত্তা চুক্তি হলো দুটি দেশের মধ্যে করা একটি চুক্তি যার মাধ্যমে, একটি দেশের কর্মচারীকে অন্যদেশের সমস্ত সামাজিক নিরাপত্তা দেওয়া হয়। ভারতে ইপিএফও পিএফ একাউন্ট ধরো কর্মচারীদের বিভিন্ন রকম সামাজিক নিরাপত্তা সুরক্ষা দিয়ে থাকে। এরমধ্যে বিনামূল্যে চিকিৎসা থেকে শুরু করে রয়েছে পেনশন।

মোটকথা আপনি ভারতে থেকে পিএফ অ্যাকাউন্ট খুললে যে সমস্ত সুবিধা পেতে পারেন, ভারতের বাইরেও পিএফ একাউন্ট খুললে এখন সেই সুবিধা পাবেন। এবার আপনি যদি বিদেশে থেকে এই ভারতের মতো সুবিধা পেতে চান তাহলে ভারতে EPFO ​​অফিসে যোগাযোগ করুন এবং সার্টিফিকেট অফ কভারেজ (CoC) সংগ্রহ করুন এবং সংশ্লিষ্ট দেশের অফিসে জমা দিন।

আরো খবর: উচ্চ প্রাথমিকে নি’য়ো’গ নিয়ে হলফনামা আগামী সপ্তাহেই পেশ করতে পা’রে SSC!

অবশ্যই আপনাকে তথ্য হিসেবে নাম, ঠিকানা, পাসপোর্ট ইত্যাদির বিবরণের পাশাপাশি নিয়োগকর্তার বিবরণ এবং আপনি যে দেশে কাজ করছেন তার নাম ও ঠিকানা চাওয়া হবে। আপনি চাইলে https://www.epfindia.gov.in/site_en/Operating_SSA.php ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আপাতত ১৯ টি দেশে এই সুবিধা চালু হয়েছে যার মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, পর্তুগাল, কানাডা অন্যতম।