সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার পুজোয় ১১ দিন ছু’টি ঘোষণা মমতার

বাজলো পুজোর ঘন্টা। পুজোর ঘন্টা বাজতে না বাজতেই সোমবার নেতাজি ইনডোরের মিটিং থেকে চলতি বছরের দুর্গা পূজার সূচি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলা সেপ্টেম্বর পূজো মিছিল সম্পন্ন হবে এবং তার সঙ্গে শুরু হয়ে যাবে পূজার প্রস্তুতি। মহালয়া ঠিক আগের দিন শুরু হবে পুজো এবং কলকাতার পুজো কার্নিভাল সম্পন্ন হবে আট সেপ্টেম্বর।

বিশ্ব দরবারে অন্যতম সেরা উৎসবের স্বীকৃতি আদায় করে নিয়েছে বাংলা দুর্গাপূজা ঢুকে পড়েছে ইউনেস্কোর আবহমান ঐতিহ্যের তালিকায়। সেই আনন্দ উদযাপন করার জন্য পয়লা সেপ্টেম্বর পূজো মিছিলের কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি জানান, বেলা দুটোর নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জমায়েত করা হবে। সেখান থেকে রানী রাসমণি রোড ধরে মিছিল পৌঁছে যাবে ধর্ম তলায়। সেখানে মঞ্চে মাটির দুর্গা মূর্তি দিয়ে সংবর্ধনা জানানো হবে ইউনেস্কোকে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, যে যেভাবে পারবেন সেলিব্রেট করবেন। কেউ চাইলে শঙ্খ বাজাতে পারেন কেউ আবার গান গাইতে পারেন কেউ কিছু না পারলে উলু দেবেন। সবাইকে পড়তে হবে ঝলমলে রঙিন পোশাক সাদা বা কালো পোশাক পরা যাবে না। পয়লা সেপ্টেম্বর মিছিলের মধ্যে যে মানুষের ঢল নামবে তা বলাই বাহুল্য। কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে পড়বে এবং কোনরকম যানজট এড়ানোর জন্য ওই দিন বেলা একটা স্কুল ছুটির পরামর্শ দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন: অবাঙালি হলেও বাংলা সিরিয়ালের জনপ্রিয় মু’খ এরাই, চিনে নিন ৫ তারকাকে

শুধু তাই নয় গোটা রাজ্য থেকে দশ হাজার পড়ুয়াকে পহেলা সেপ্টেম্বরের মিছিলে শামিল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওরাই আমাদের জীবনের ভবিষ্যৎ তাই পড়ুয়াদের এই বড় উৎসবে শামিল করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বৈঠক থেকে বিসর্জনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৫-৬ এবং ৭ অক্টোবর জেলার পুজো গুলির হবে বিসর্জন। কলকাতার পুজো কার্নিভাল সম্পন্ন হবে ৮ সেপ্টেম্বর। গত দু’বছর যে চেনা ছন্দ আমরা দেখতে পাইনি তা আরো একবার এই বছর দেখতে পাবো আমরা উৎসবের মধ্যে দিয়ে।