সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়লোকের বালতি! আমাজনে বি’ক্রি হচ্ছে ২৬০০০ টা’কা’য়, কি গুণ রয়েছে এটির?

আমরা অনেকেই অ্যামাজনে অনলাইনে জিনিসপত্র কিনে থাকি। কিন্তু সম্প্রতি এমন একটি প্রডাক্ট অ্যামাজনে-এ বিক্রি হচ্ছে যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে টুইটারে। কারণ ওই প্রডাক্টির দাম দেখে অনেকেই চমকে উঠেছেন।

অ্যামাজন (Amazon)-এ বিক্রি হচ্ছে একটি বালতি। দেখে সাধারণ বালতি থেকে বিন্দুমাত্র আলাদা দেখাচ্ছে না। কয়েকদিন আগে ওই বালতির ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এই বালতিটি গোলাপি রঙের। সাধারণ বালতি থেকে দেখতে কিছুই আলাদা নেই।

প্লাস্টিকের তৈরি ওই বালতি। বিবেক রাজা নামে এক ব্যক্তি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ছবি পোস্ট করেছেন। ওই বালতির আসল দাম রয়েছে 35,900 টাকা। কিন্তু এর ওপর Amazon-এর তরফে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। প্রায় 28 শতাংশ ছাড় দেওয়ার পর ওই প্রডাক্টির দাম রাখা হয়েছে 25,999 টাকা।

আরো পড়ুন: ৪২০ টা’কা লিটার পেট্রোল, ডিজেল প্রতি লিটার ৪০০ টা’কা!

এমনকী, EMI-এর মাধ্যমে কিনতে পারেন ওই বালতি। মাসিক 1224 টাকার বিনিময়ে কিনতে পারবেন। এখানেই শেষ নয়, এর পর আরও একটি ঘটনা জানলে আপনিও চমকে উঠতে পারবেন। কারণ ওই বালতিটি ইতিমধ্যে Out of Stock

অর্থাৎ ইতিমধ্যে বিক্রিও হয়ে গেছে ওই বালতি। যে ব্যক্তি ওই বালতির ছবি Amazon-এ পোস্ট করেছেন তিনি লিখেছেন, স্পেশাল বালতি। আমি এটা Amazon-এ খুঁজে পেয়েছি। আমি জানিই না কী করতে হবে।

এছা়ড়াও দেখা গেছে ওই প্রডাক্টের অনেকে রিভিউ দিয়েছেন। যদিও সত্যিই কি এত দাম নাকি কোনও কারণে ভুল করে এত দাম লেখা হয়েছে সেবিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও Amazon এর তরফে কিছুই বলা হয়নি।