Home আন্তর্জাতিক ৪২০ টা’কা লিটার পেট্রোল, ডিজেল প্রতি লিটার ৪০০ টা’কা!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪২০ টা’কা লিটার পেট্রোল, ডিজেল প্রতি লিটার ৪০০ টা’কা!

চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি শ্রীলঙ্কা। এখানে জ্বালানির জন্য সাধারণ মানুষ রীতিমতো হাহাকার করছে। এই অবস্থায় ভারতে যেখানে জ্বালানি তেলের দাম কমিয়েছে কেন্দ্র সেখানে প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে।

পেট্রোলের দাম ২৪.৩ শতাংশ এবং ডিজেলের দাম ৩৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা এখনও অবধি রেকর্ড। ১৯ এপ্রিলের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার জ্বালানি তেলের দাম বেড়েছে।

শ্রীলঙ্কাতে বহুল ব্যবহৃত অক্টেন ৯২ পেট্রোলের দাম ৪২০ লিটার এবং ডিজেলের দাম ৪০০ টাকা প্রতি লিটার। সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পেট্রোলের দাম ৮২ টাকা এবং ডিজেলের দাম ১১১ টাকা বাড়িয়েছে।

আরো পড়ুন: ঝ’ক্কি কমলো অনেকটাই, এবার বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়া যা’বে!

বিদ্যুৎ মন্ত্রী কাঞ্চনা উইজেসেকরা টুইটারে জানিয়েছেন,আজ ভোর ৩ টে থেকে তেলের দামে বদল আসতে চলেছে। মন্ত্রিসভার অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই অনুযায়ী পরিবহণ ও অন্যান্য পরিষেবায় মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রত্যেক ১৫ দিন অথবা মাসিক ভিত্তিতে এই সূত্র মেনে তেলের দামে বদল করা হবে।

লঙ্কা আইওসিও খুচরো তেল বিক্রিতে মূল্যবৃদ্ধি করেছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে অটো চালকরা ভাড়া বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে, প্রথম ১ কিলোমিটার ৯০ টাকা, এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ৮০ টাকা করে ভাড়া নেওয়া হবে।

খরচ কমাতে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও সংস্থার প্রধানদের সশরীরে অফিসে উপস্থিত থাকতে হবে, এবং বাকিরা ওয়ার্ক ফ্রম হোম করবে।