সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই পণ্যের চাহিদা সারাবছরই থাকে, এই ব্যবসা করে বেশিরভাগ লোকই হয়েছেন বি’শে’ষ লাভবান

পৃথিবীর নানা মানুষ নানা ধরনের কর্ম জীবিকা নির্বাহ করে থাকে। কেউ চাকরি কেউ ব্যবসা প্রভৃতির মাধ্যমে মান্থলি ইনকাম করে প্রতিটি মানুষ নিজেদের সংসার চালায়।

আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে এমনই এক ব্যবসার কথা বলব যেগুলি করে আপনি খুব সহজেই মোটা টাকা আয় করতে পারবেন। আমাদের দিনে বহু রকম খাবার বানাতে আদা ব্যবহার করা হয়। এই আদা চাষ করে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন।

আদা চাষ নির্ভর করে বৃষ্টির জলের উপর। এই আদা চাষ জমিতে একা বা অন্যান্য চাষের সঙ্গেও করা যেতে পারে। এক হেক্টর জমিতে, যদি আদা লাগাতে চান তাহলে প্রায় ২ থেকে ৩ কুইন্টাল বীজের প্রয়োজন হয়।

আরো পড়ুন: এবার তাহলে পোশাক পরাই ছেড়ে দিলেন উর্ফি! হাত দিয়েই ঢাকছেন ”গো”’প”’ন ”’অ’ঙ্গ’

যে জমিতে আলাদা লাগাবেন ওই জমিতে ড্রেন তৈরি করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত। তবে জলাভূমিতে আদা চাষ করলে ফলন ভালো হবে না। আদা চাষের জন্য উপযুক্ত হল ৬-৭ পিএইচ যুক্ত মাটি।

আদা চাষের জন্য বীজ বপন করতে হয় কিছু মিটার দূরত্ব বজায় রেখে। এক সারি থেকে আর এক সারির দূরত্ব ৩০-৪০ সেমি এবং একটি আদার চারা গাছ থেকে আর একটি চারার মাঝের দূরত্ব ২৫ সেমি হতে হবে।

আদার ফসল ফলতে প্রায় ৮-৯ মাস সময় লাগতে পারে। এক হেক্টর জমিতে আদা চাষ করতে কোনো চাষীর প্রায় ৭- ৮ লাখ টাকা খরচ হবে। আবার এক হেক্টর জমিতে আদা ফোলবে প্রায় ১৫০-২০০ কুইন্টাল।

এক হেক্টর জমিতে আদা ফোলবে প্রায় ১৫০ থেকে ২০০ কুইন্টাল। আর এই আদা বাজারে বিক্রি হবে প্রায় ৮০ টাকা কিলো ধরে। যদি ৬০ টাকা কিলো দরেও আদা বিক্রি হয় তবে এক হেক্টর জমিতে যে পরিমাণ আদা ফলবে, সেই আদা বাজারে বিক্রি করে ২৫ লাখ টাকা আয় হতে পারে। সমস্ত ব্যয় ভার বহন করে চাষীর প্রায় ১৫ লক্ষ টাকা লাভ হবে এই আদা চাষ করে।