সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সূর্যের এই অংশে ১০ লক্ষ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা, এই অংশে নাসা পা’ঠা’বে জুতোর বা’ক্স

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্যের আকৃতি পরিমাপের জন্য মহাকাশে পাঠাচ্ছে জুতোর বাক্সের আকৃতির একটি উপগ্রহ। যা সূর্যের করোনা মাপার জন্য এবং প্লাজমার উৎপত্তি বোঝার জন্য সহায়ক হবে। এই করোনা প্লাজমা কার্যত সূর্য এবং অন্যান্য তারাদের ঘিরে নেয়‌।

জুতোর বাক্সের আকৃতির এই স্যাটেলাইটের নাম কুয়বসৈট ইমেজিং এক্সরে সোলার স্পেটকোমিটার বা CubIXSS৷ সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা দীর্ঘ গবেষণা করে এটিকে বানিয়েছেন। আগামী 2024 সালে এটি লঞ্চ করা হবে। প্রসঙ্গত, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা যেখানে 5000 ডিগ্রী সেলসিয়াস, সেখানে সূর্যের করোনার তাপমাত্রা 10 লক্ষ ডিগ্রী সেলসিয়াস।

এটি দু’বছর যাত্রা করার পর শুক্রগ্রহের কাছাকাছি পৌঁছাবে। সেখানে 10 সেন্টিমিটার প্রতি পিক্সেল ছবি তুলতে পারে এই উপগ্রহ যা বৈজ্ঞানিকেরা স্টাডি করে দেখবেন। সূর্যের গরম প্লাজমা পরীক্ষা করে দেখতে চান নাসার গবেষকেরা। বিশেষজ্ঞদের মতে, এখানকার ম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত জটিল। প্রতিনিয়ত তা বদলাতে থাকে।

In the part of the sun where the temperature reaches one million degrees  Celsius, NASA will send a 'shoe box', but why?

এখান থেকে এক প্রকারের শক্তি উৎপন্ন হয় যাকে সোলার ফ্লেয়ার বা সূর্য রশ্মি হিসেবে দেখতে পাওয়া যায়। গত আগস্ট মাসে নাসার তরফ থেকে একটি x-ray সোলার ইমেজার লঞ্চ করা হয়েছে। যা সূর্যের করোনা অঞ্চলে অবতরণ করতে পারবে। এই স্যাটেলাইট আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র। জুতোর বাক্সের আকৃতির এই স্যাটেলাইট সূর্যের করোনার রহস্য উদঘাটন করতে চলেছে।