সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডাক্তারদের হাতের লে’খা বু’ঝ’তে অ’ভি’ন’ব উপায় গুগল ইন্ডিয়ার, আর ওষুধ চি’ন’তে অসুবিধা হ’বে না!

বিশ্বের সব কষ্ট একদিকে আর ডাক্তারদের হাতের লেখা বোঝার কষ্ট আরেকদিকে। ওষুধ কিনতে গেলে হাড়ে হাড়ে টের পাওয়া যায় সেই সমস্যা। এবার google করতে চলেছে সেই সমস্যার সমাধান। শুধুমাত্র ভারতবাসীদের জন্যই বিশেষভাবে এই ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। Google এই উদ্যোগের নাম দিয়েছে গুগল ফর ইন্ডিয়া।

ভারতের চিকিৎসকদের হাতের লেখা যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন সেই জন্য এক নতুন পদ্ধতি অবলম্বন করেছেন তারা। অনেক সময় ডাক্তারদের দুর্বোধ্য হাতের লেখা উদ্ধার করতে গিয়ে রীতিমত নাকানি চোবানী খেতে হয়। হাতের লেখা বুঝতে পারেন না সাধারণ রোগীরা। এদিকে বারবার ওষুধের ও রোগের নাম জানতে চিকিৎসকের কাছে যাওয়াও সম্ভব হয় না।

সবমিলিয়ে এবার মুশকিল আসান করতে চলেছে গুগল। সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে google এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন একটি ফিচার লঞ্চ করতে চলেছে। গুগলের এই ফিচারের মাধ্যমে খুব সহজেই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন সাধারন মানুষ।

আরো খবর: বাবা আসছেন, এখনই টিভি ব’ন্ধ করে পড়তে বসো! খুদেকে স’ত’র্ক করলো পোষ্য

এই ফিচার এর মাধ্যমে সহজেই ডাক্তারদের হাতে লেখা প্রেসক্রিপশন রোগীরা পড়তে পারবেন। জড়ানো পেঁচানো বাঁকা হাতে লেখা বোধগম্য হবে রোগীদের। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সঙ্গে যুক্ত হবে মডেল লার্নিং ফিচার। গুগলের এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রেসক্রিপশনে লেখা ওষুধের নাম সহজেই পড়ে ফেলতে পারবেন।

ভারতীয়দের জন্য আরও একটি সুব্যবস্থা আনবার কথা জানিয়েছে গুগল। গুগল ফাইল অ্যাপ এর সঙ্গে যুক্ত করা হবে, ডিজি লকার অ্যাপ। নিজের যাবতীয় জরুরী এবং ব্যক্তিগত তথ্য রাখা যাবে এখানে। এছাড়াও কোন স্ক্রিনশট এবং ক্যাপশন সার্চ করা যাবে এর মাধ্যমে। মাল্টি সার্চ ফিচার আসতে চলেছে গুগলে। সবমিলিয়ে নতুনভাবে সেজে উঠতে চলেছে গুগল।