সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাহাড় গড়িয়ে তী’ব্র গতিতে নে’মে আসছে তুষারধস, ক্যামেরা করতে গিয়ে চা’পা পড়লেন ব্যক্তি, ভাইরাল ভিডিও

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভয়ংকর সুন্দর। আগ্নেয়গিরি থেকে যখন লাভা মিশ্রিত হচ্ছিল ঠিক তখন এই কথাটি বলেছিলেন তিনি। কথাটি একেবারে সত্য। প্রকৃতি সৌন্দর্য যতখানি ভয়ংকর ততখানি সুন্দর, যদিও সামনে থেকে সেটি দেখার সৌভাগ্য সকলের থাকে না।

তেমন একটি অসামান্য তুষার ধসের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পর্বত আরোহীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি দেখলে আপনি সত্যি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যাবেন।

এত সুন্দর একটি সৌন্দর্য চোখের সামনে দেখতে পেলে কেউ হয়তো সেখান থেকে সরে আসার কথা চিন্তাভাবনা করবে না কিন্তু এমন পরিস্থিতিতে যে মৃত্যু অবধারিত তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ঠিক এমনই একটি ঘটনা ঘটলো পর্বতারোহীদের সঙ্গে।

আরো পড়ুন: কিম কার্দাশিয়ানের না’ম ন’য়! নিজেকেই ফি’রে পে’তে চান মডেল, খরচ করলেন কোটি কোটি টা’কা

তিয়ান শান পর্বতের কির্ঘিস্থানের ভিডিও এটি। রোদ ঝলমলে আকাশ। চারিদিক অসম্ভব সুন্দর। হঠাৎ দুই পাহাড়ের মাঝখান থেকে সাদা মেঘের মতো কিছু একটি নেমে আসতে দেখেন পর্বতারোহীরা।

 

View this post on Instagram

 

A post shared by Harry Shimmin (@harryshimmin)

মুহূর্তের মধ্যে বুঝতে পারেন ভয়ংকর কিছু আসতে চলেছে তাদের সামনে। চোখের নিমেষে দুরন্ত গতিতে পাহাড়ের নিচে আছড়ে পড়ে তুষারঝড় এক কথায় ভয়ংকর সুন্দর। নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে সেই অসম্ভব সুন্দর দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে পিছপা হয়নি পর্বত আরোহীরা।

তবে একদম শেষে ভিডিওতে দেখা গেল, তুষার ধস পর্বতারোহীদের মাথার ওপর এসে পড়েছে। যদিও পরবর্তীকালে শোনা গেছে, সমস্ত পর্বতারোহীরা বেঁচে গেছে সৌভাগ্যবশত।