সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন বাড়িতে রা’খা হয় না শনি ঠাকুরের মূ’র্তি? কি বলছে পৌ’রা’ণিক কাহিনী?

শনিদেবকে বলা হয় কর্মফলের দেবতা। কোন অন্যায়কারী শাস্তি পাবেন শনিদেবের কাছেই। তিনি শুধুমাত্র যে একজন রাগী দেবতা তাই নয় যিনি সর্বদা ন্যায়ের পূজারী হন তার পাশে থাকেন শনিদেব। সাধারণত আমরা সবাই শনিদেবের পূজো দিয়ে থাকি। তবে শনিদেবের পুজোয় রয়েছে কিছু বিধি নিষেধ।

এছাড়া অনেকেই জানেন না কেন শনিদেবের মূর্তি কিংবা ছবি বাড়িতে রাখতে নেই। শনিবার ছাড়াও সপ্তাহে যে কোন দিন শনিদেবের পুজো করা যায়। সাধারণত হিন্দু ধর্মাবলম্বীরা, পুজো করেন তাদের ছবি থাকে বাড়িতে।

অনেকে আবার বাড়িতে তাদের মূর্তি প্রতিষ্ঠা করেন তবে শনি ঠাকুরের মূর্তি কখনই বাড়িতে রাখা যায় না। কেবলমাত্র মন্দিরের পূজিত হন তিনি। এর পিছনে রয়েছে একটি পৌরাণিক গল্প।

আরো খবর: আজ থেকেই দু’র্যো’গ শুরু হচ্ছে রাজ্যে! আ’রো কি বৃষ্টি বা’ড়’বে? কি বলছে হাওয়া অফিস?

একবার অভিশাপ পেয়েছিলেন শনিদেব যেখানেই তিনি দৃষ্টি দেবেন সেখানেই সবকিছুর ক্ষতি হবে। শনি ঠাকুরের মূর্তি থাকলে তার দৃষ্টি সরাসরি সেই পরিবারের উপর নিক্ষিপ্ত হয়। সেই কারণে তার মূর্তি কিংবা ছবি বাড়িতে রাখা হয় না।

শুধু তাই নয় শনি ঠাকুরের চোখের দিকে কখনোই সরাসরি তাকাতে নেই। যারা তাদের পুজো করেন তারা চোখের দিকে না তাকিয়ে পূজা করেন। শনি পূজার সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে বলা হয়। অনেকে বাড়িতে শনি পুজো করলে অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালাতে পারেন।