সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃতীয় ঢে’উ কি তবে আসন্ন? ফের কি ল’ক’ডা’উ’ন? নয়া গাইডলাইন প্রকাশ কেন্দ্রের

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। বাড়তে বাড়তে দেশে এখন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০০ পার করে গিয়েছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ মোট ১১ টি রাজ্য থেকে ওমিক্রনে আক্রান্ত হওয়ার খোঁজ পাওয়া গিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক এই পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক করে দিয়েছে। দেশের ১৯ টি জেলায় করোনার সংক্রমণ লাগামছাড়া হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রক। দেশে এখন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ।

এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রক মাস্কের ব্যবহার এবং শারীরিক দূরত্ববিধি বজায় রাখা সহ অন্যান্য কোভিড আচরণবিধি মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। সাধারণ নাগরিকদের বিনা প্রয়োজনে বাইরে বেরানো যতটা সম্ভব এড়ানো যায়, সেই পরামর্শ দিয়েছে কেন্দ্র। ভিড় এবং জমায়েত থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এখনও অবধি মোট ৯১ টি দেশে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রক এর আগে কেন্দ্র তিনটি রাজ্যের আটটি জেলাকে চিহ্নিত করেছিল। এর মধ্যে রয়েছে কেরল, মিজোরাম এবং সিকিম। বিগত কিছু দিনে দেশের মোট আক্রান্তের ১০ শতাংশেরও বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এই তিন রাজ্যের আট জেলা থেকে। এর পাশাপাশি অন্য সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১৯ টি জেলা থেকে গত দুই সপ্তাহে দেশের মোট আক্রান্তের ৫-১০ শতাংশের খোঁজ মিলেছে।