সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জন্ম নিতেই বিশ্বরেকর্ড গ’ড়’লো এই পাকিস্তানি ছাগল, বি’রা’ট কান নিয়ে গিনেজ বুকে না’ম উঠলো

গোটা দেশ বিদেশের আনাচে কানাচে আমরা নানা রকম ঘটনার সম্মুখীন হয়ে থাকি, সোশ্যাল মিডিয়ার মারফতে। অনেক সময় এমন এমন ভিডিও বা ছবি আমাদের সামনে উঠে আসে যেগুলো দেখে আমাদের সত্যি আশ্চর্য হয়ে যাওয়ার মতই অবস্থা হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে পুঁচকে সিম্বার একটি ছবি। এখন ভাবছেন তো এই পুচকে সিম্বাটা আবার কে? আসলে এ পুচকে হল একটি ছাগল এবং তার লম্বা কানের জন্য সে এখন সেলিব্রিটি।

এই ছোট্ট পুচকে সিম্বার কান ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করেছে, এখন সিম্বার মালিকও সেলিব্রিটি। জন্ম থেকেই সিম্বার কান বিরাট লম্বা এবং যে কারণে মনে করা হচ্ছে যে খুব শিগগিরই তাকে স্বীকৃতি দেওয়া হবে গিনেস রেকর্ডে।

আরো পড়ুন: বিগ বিগ ব্রেকিং: রাষ্ট্রপতি পদপ্রার্থীর না’ম ঘোষণা করলো বিজেপি

সিম্বা নুবিয়ান জাতের ছাগল, পাকিস্তানে এই ধরনের ছাগল ঘরে ঘরে রয়েছে, এধরণের ছাগলের অত্যন্ত চাহিদা পুষ্টিগত কারণের জন্য। জানা গেছে এই ছাগলের দুধ অত্যন্ত পুষ্টিকর পাকিস্তান এই ধরনের ছাগলের দুধ দিয়ে মাখন, আইসক্রিম এবং ক্রিম খুব নাকি জনপ্রিয়। ছোট্ট পুচকে সিম্বার কানের মাপ হলো ১৯ ইঞ্চি।

শুনে অবাক লাগছে তো? কিন্তু এটাই সত্যি সিম্বার কান এতটাই লম্বায় দেশে যখন হাঁটে তখন তার কান দুটো মাটিতে লুটিয়ে।ছোট্ট সিম্বার কান মাটিতে লুটিয়ে সেখানে আঘাত পেতে পারে এই চিন্তাতেই থাকে না ছাগলের মালিক মোঃ হাসান নারেজো।

জানা যায় যে পাকিস্তান অত্যন্ত উষ্ণ অঞ্চল যেখানে গরমকালে তাপমাত্রা থাকে ৪৭ ডিগ্রী এর কাছাকাছি সেই জন্য এই ধরনের ছাগল নাকি তার কানের সাহায্যে শরীরকে ঠাণ্ডা রাখে। তবে এটাও সত্যি যে এত লম্বা কান আজ পর্যন্ত এই ধরনের ছাগলের হয়নি, তাই বিষয়টি খুবই চমকপ্রদক।

মনে করা হচ্ছে যে এত লম্বা কানের ছাগল আর গোটা পৃথিবীতে একটিও নেই। বৈজ্ঞানিক ভাবে বলা যায় যে জিনগত সমস্যার কারণেই এই ধরনের ঘটনাটি ঘটেছে।