সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মাসেই সংসদের নয়া ভবনের উদ্বোধনের দিন ঠিক হলো, জানুন তারিখ

লোকসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে সম্প্রতি সম্পন্ন হয়েছে সংসদের নতুন ভবন তৈরির কাজ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এর পরেই উদ্বোধন করা হবে ভবনটি। এএনআই সূত্রে খবর, আগামী ২৮ মে উদ্বোধনের দিন স্থির করা হয়েছে।

বর্তমানে যে পার্লামেন্ট ভবন, সেটি অনেক পুরনো, ১৯২৭ সালে তৈরি হয়েছিল। ফলে সেই বিল্ডিংয়ের বিভিন্ন অংশ ক্ষয় গেছে, ধারণ ক্ষমতা কম, আধুনিক সব সুযোগ সুবিধা নেই। তাই এই নতুন বিল্ডিংয়ের প্রয়োজন ছিল।

গত বৃহস্পতিবার লোকসভা স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন,এবং সংসদের নতুন ভবনের কাজ শেষ হওয়ার খবর দেন। এছাড়া নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেন।

২০২০ সালের ডিসেম্বর মাসে নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১ সালে নির্মাণ কাজ শুরু হয়। ৬৫,০০০ বর্গমিটার জুড়ে অবস্থিত এই ভবনটি দেখতে অনেকটা ত্রিভূজাকৃতির।

টাটা প্রজেক্ট এই বিল্ডিং তৈরি করেছে। প্রথমে অনুমান করা হয়েছিল এই ভবন তৈরির জন্য খরচ হবে ৮৬২ কোটি টাকা।কিন্তু মোট ১২০০ কোটি টাকা খরচ করে এই বিল্ডিং তৈরি করা হয়েছে।

লোকসভা ও রাজ্যসভার জন্য দুটি সুবিশাল কক্ষ রয়েছে। এছাড়া রয়েছে লাইব্রেরি, সাংসদদের ঘর, মিটিংয়ের জন্য ভিন্ন ভিন্ন ঘর।