সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এটাই ভারতের শ’ক্তি, ইউক্রেনে পা’ক পড়ুয়াদের জীবন র’ক্ষা করলো তেরঙ্গা

গত এক সপ্তাহ ধরে রাশিয়ার অমানবিক অত্যাচারে অতিষ্ট হয়ে গেছে গোটা ইউক্রেন। গোটা শহর যেন মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। এমতাবস্থায় নিজেদের প্রান হাতে করে দেশ ছেড়ে পালাতে হচ্ছে নাগরিকদের।

সেই দেশে আটকে থাকা ভারতবাসীদের উদ্ধার কার্যে দেশের সরকার শুরু করেছেন অপারেশন গঙ্গা প্রকল্প। এদিকে ভারতবাসীদের সাথে আটকে রয়েছে বিভিন্ন দেশের নাগরিকরা।

প্রধানমন্ত্রীর আদেশে দেশের বায়ু সেনা সক্রিয় ভাবে কার্য চালাচ্ছে। তবে শুধু ভারতীয় নয় অধিকাংশ পাকিস্তানি পড়ুয়াও ভারতের পতাকার জোড়ে নিজেদের প্রান বাঁচাতে সক্ষম হয়েছে । হ্যা ঠিক ই শুনেছেন।

আরো পড়ুন: দেশে ধনীদের সং’খ্যা বা’ড়’ছে! কোটিপতির সং’খ্যা’য় আমেরিকা ও চীনের পিছনেই ভারত

প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি কোনরকম চেষ্টার ত্রুটি রাখবেন না। উত্তরপ্রদেশে এদিন তিনি জানিয়েছেন ভারতের অশেষ ক্ষমতার জন্য ইউক্রেনে আটকে থাকা ভারতীয় সহ বাকিদের আনতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে মোদী উদ্ধারকার্যের জন্য তিন দিনে চারবার মিটিং রেখেছেন।

তথ্য অনুসারে National Disaster Relief Force (NDRF) প্রায় ১০০ টি তাবু ও ২৫০০০ ব্ল্যানক্লেট সেদেশের নাগরিক দের জন্য পাঠিয়েছেন। যুদ্ধের জন্য ইউক্রেনের বায়ুপথ বন্ধ হওয়ায় ভারতীয়দের রোমানিয়ার বর্ডারে নিয়ে আসা হয়। এরপর রাজধানী বুচারেস্ট থেকে তাদের ভারতের উদ্দেশ্যে নিয়ে আসা হবে।