সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৯২ জন যাত্রীকে নিয়ে ফিলিপিন্সে ভে’ঙে প’ড়’লো সামরিক বিমান, ব’হু মানুষের প্রা’ণ’হা’নি’র আ’শ’ঙ্কা

ফিলিপিনসে ৮৫ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান; চলছে উদ্ধার কাজ। ফিলিপিনসে এই বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপিনসে এই বিমানটি সেদেশের বায়ুসেনার বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কবলে পড়া এ সি-১৩০ সামরিক বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর,বিমানটি ফিলিপিনসের সুলু এলাকার জোলো পোর্টে অবতরণ করার কথা ছিল। স্থানীয় সময়ে সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি হয়।

এই ঘটনা প্রসঙ্গে ফিলিপিনসের সামরিক বাহিনীর প্রধান সারসিলিতো সোবেয়ানা বলেন,”উদ্ধার কাজ জারি রয়েছে।এখনও পর্যন্ত সেই বিমান থেকে ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”এদিকে উদ্ধারকারী দলকে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি জ্বলতে থাকায় উদ্ধার কাজে অসুবিধায় পড়তে হচ্ছে।