সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগে যেসব গ্যাংস্টাররা আ’ই’নকে তো’য়া’ক্কা করতো না তারাই এখন ভ’য়ে কাঁ’প’ছে: যোগী

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে একটি কারখানা উদ্বোধনের সভা ছিল সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সেই সভা থেকে রাজ্যের দুষ্কৃতীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি। তার দাবি‘জ়িরো টলারেন্স’ নীতির ফলে দুষ্কৃতীরা আজ লেজ গুটিয়ে রয়েছে।

তিনি বলেছেন, “আমরা ক্ষমতায় আসার আগে যে গ্যাংস্টাররা আইনের তোয়াক্কা করত না, দিনের পর দিন ব্যবসায়ী, শিল্পপতি, সাধারণ মানুষকে ধমকেছে, শাসিয়েছে, অপহরণ, খুন করেছে, আজ তারাই আমাদের ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলছে।

যারা এত দিন ধরে সাধারণ মানুষকে ভয় দেখাত, বিনা কারণে তাদের জীবন কেড়ে নিত, এখন তারাই নিজেদের জীবনের ভিক্ষা চাইছে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক আহমেদের কথাই বলতে চেয়েছেন যোগী।

আরো খবর: বি’শে’ষ চাহিদাসম্পন্ন বিজেপি কর্মীর স’ঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, ছবি দেশ জু’ড়ে ভাইরাল

যোগী সরকার ক্ষমতায় আসার পর দুষ্কৃতীদের দমন করতে কড়া ব্যাবস্থা নিয়েছে। পুলিশ একের পর এক কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করেছে বা এনকাউন্টার করে যমের দুয়ারে পাঠিয়েছে।

ফলে একদিকে উত্তরপ্রদেশে যেমন দুষ্কৃতীদের আতঙ্ক কমেছে,অন্যদিকে সুষ্ঠভাবে জীবন যাপন করতে পারছে সাধারণ মানুষ।