সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম কেরলের মন্দিরে নি’য়’ম ব’দ’ল ঘ’ট’লো, এবার অনুষ্ঠানে আ’না হ’চ্ছে রোবট হাতি

ভারতের সবচেয়ে প্রাচীন জন্তু হিসেবে আখ্যাদান করা হয় হাতিকে। প্রাচীন ভারতের যুদ্ধের ময়দানে যেমন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হাতি, ঠিক তেমনভাবেই এখনো অসীম শক্তি নিয়ে বিরাজ করছে হাতি। হাতিকে কাল হিসেবে পূজো করা হয়।

অন্যান্য রাজ্যের তুলনায় দক্ষিণ ভারতে হাতিকে একটু বেশি সম্মান করা হয়ে থাকে।  কেরালায় হাতিকে নিয়ে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। তবে এবার বিভিন্ন মন্দিরে জ্যান্ত হাতি নয় ব্যবহার করা হবে রোবট হাতি।

কেরলের ত্রিশূর জেলার ইরিনজাদাপল্লী শ্রীকৃষ্ণ মন্দিরে এমন একটি রোবট হাতি উপহার দেওয়া হয়েছে পেট ইন্ডিয়ার তরফ থেকে। এটি আসলে এটি পশু সংরক্ষণ সংস্থা। রোবট হাতিটির নাম রামন।

আরো খবর: রাত পোহালেই ত্রিপুরা-মেঘালয়-নাগাল্যান্ডে ভোট গণনা, সারা দেশের ন’জ’রে ৩ রাজ্যের ফলাফল

তার উচ্চতা ১০ ফুট ওজন ৮০০ কেজি অর্থাৎ হাতির থেকে কোন অংশে কম নয় জ্যান্ত হাতির মতোই তার মাথা চোখ কান রয়েছে সেগুলো নাড়াতে পারে সে। তবে তার জন্য প্রয়োজন হয় বিদ্যুৎ সংযোগ দীর্ঘদিন যাবত এই মন্দিরে জ্যান্ত হাতি দেখেন পুণ্যার্থীরা।

এবার যান্ত্রিক হাতি দেখতে পারবেন তারা। আসলে বিভিন্ন সময়ে আচার অনুষ্ঠান পালন করতে গিয়ে হাতিকে নানান সমস্যার মুখে পড়তে হয়। অতিরিক্ত মানুষ দেখে অসংলগ্ন আচরণ করতে থাকে হাতি। রবিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে এই হাতিকে নিবেদন করা হয়েছে মন্দিরে।

১৫ বছরে কেরলে হাতির হামলায় ৫২৪ জন মারা গিয়েছে এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখে এবার হাতির ব্যবহারে রাশ টানতে চাইছে কেরল।