সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত পোহালেই ত্রিপুরা-মেঘালয়-নাগাল্যান্ডে ভোট গণনা, সারা দেশের ন’জ’রে ৩ রাজ্যের ফলাফল

আর মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা তারপর নাগাল্যান্ড মেঘালয় এবং ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে সকলের চোখ রয়েছে। বৃহস্পতিবার গণনার যাবতীয় তদারকি করা হচ্ছে। এক্সিট পোলের হিসাব অনুযায়ী ত্রিপুরা এবং নাগাল্যান্ডে আবারো ক্ষমতায় আসতে পারে বিজেপি ও তার সহযোগী জোট। মেঘালয় এনপিপি ক্ষমতায় আসতে পারে।

অসমের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন তিন রাজ্যেই আমরা আবার ক্ষমতায় আসব। মঙ্গলবার রাতেই গুয়াহাটির একটি হোটেলে অসাম এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীর একটি মিটিং হয়েছে। তিন রাজ্যেই আসন সংখ্যা ৬০ তবে মেঘালয় এবং নাগাল্যান্ডে আসন সংখ্যা ৫৯। নাগাল্যান্ডের একটি আসনে বিনা লড়াইতে জয়ী হয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী।

ত্রিপুরায় ভোট হয়েছিল ১৬ ই ফেব্রুয়ারি ৯০% ভোট পড়েছিল। এবার ত্রিপুরায় বিজেপি ও আইপিএফটি জোট বেশ ভালো লড়াই করেছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী অন্যদিকে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন জানিয়েছেন আমরা জিতব।

আরো খবর: লেকের পাশে আ’ট’কে আছে গরু, হেলিকপ্টারে উ’দ্ধা’র করার ভিডিও ভাইরাল

নাগাল্যান্ডে ৮৬ শতাংশ ভোট করেছে। সেখানে পিপলস ফ্রন্ট ,বিজেপি,NPP মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কংগ্রেস ২০১৮ সালে ২১ টি আসন দখল করতে পারলেও তারা সরকার গঠন করতে পারেনি।

তবে এবার বাড়তি নজর রয়েছে কয়েকটি বিশেষ প্রার্থীর উপর। রয়েছেন বিজেপির মানিক সাহা কংগ্রেসের আশীষ সাহা কংগ্রেসের সুদীপ রায় বর্মন বিজেপির প্রতিভা ভৌমিক সিপিআইএমের কৌশিক চন্দ্র এবং বিজেপির পাপিয়া দত্ত।

এরা সকলেই ত্রিপুরায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্যদিকে মেঘালয় কনরাড সাংমা, সেখানকার মুখ্যমন্ত্রী তৃণমূলের মুকুল সাংমা বিজেপি প্রার্থী থমাস মারাকের উপর বিশেষ নজর রয়েছে। নাগাল্যান্ডে বিশেষ নজর রয়েছে এনপিপি প্রার্থী তথা সিএম নেইফিউ রিওর উপর।