সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজারে ঝ’ড় তু’লে’ছে পোস্ট অফিসের এই দু’র্দা’ন্ত স্কি’ম, ১০০ টা’কা বিনিয়োগে মিলছে বি’রা’ট রিটার্ন

অল্প বিনিয়োগের মাধ্যমে কোটিপতি হতে চান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য হতে চলেছে বিশেষ প্রতিবেদন। পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষ নিজেদের অর্থকে নিরাপদ ভাবে রাখতে বেশি পছন্দ করেন। এরকম একটি ভরসাকে কাজে লাগে এবার সরকারী জনহিতৈষী প্রকল্প চালানো হচ্ছে।

পোস্ট অফিসের এই প্রকল্পগুলোতে অর্থ রাখা অন্যান্য সঞ্চয় প্রকল্পের থেকে অনেক বেশি সুবিধা আপনাকে দেবে। এবার আসুন জেনে নিয়ে এমন কি প্রকল্প এসেছে যেগুলি আপনাকে অন্যান্য প্রকল্পের থেকে বেশি সুবিধা দিতে সক্ষম। প্রথমেই বলে রাখা ভালো যে পোস্ট অফিসের স্কিম গুলো কিন্তু খুব নিরাপদ এবং বিনিয়োগের জন্য খুব ভালো। একটি প্রকল্প পোস্ট অফিসের স্কিমের অধীনে মাত্র ১০০ টাকা যদি সঞ্চয় করেন তাহলে কয়েক বছরে আপনাকে সেটা ভালো রিটার্ন দিতে পারে।

এমনই একটি স্কিম এসেছে পোস্ট অফিসে। শুধুমাত্র ১০০ টাকা বিনিয়োগ করে আপনি অল্প সঞ্চয়ের মাধ্যমে কোটিপতি হয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। এই সরকারি প্রকল্পের জাতীয় সঞ্জয় শংসাপত্র রয়েছে। এনএসসিতে বিনিয়োগ করে আপনি নিশ্চিন্ত ভাবে বসে থেকে একটা সময়ের পর রিটার্ন পেতে পারেন।

আরো পড়ুন: দার্জিলিং-দীঘা-পুরী ভু’লে যা’ন! বাংলার এই হিল স্টেশন ঘু’রে আসুন, হবে পয়সা ওশুল

বলে রাখা ভালো যে এই স্কিমে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও বিনিয়োগ করেছেন এই স্কিমটির নাম ন্যাশনাল সেভিং সার্টিফিকেট অর্থাৎ এই স্কিমে আপনি যদি ১০০ টাকা অন্তত বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছরে সেই টাকা আপনাকে লক্ষ টাকার কাছাকাছি আয় দেবে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হলো ভারত সরকারের একটি গ্যারান্টি যুক্ত ইনকাম ইনভেস্টমেন্ট স্কিম যেটা আপনি সমস্ত পোস্ট অফিসেই পেতে সক্ষম।

এছাড়া ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে আয়কর ধারা ৪০ সি এর অধীনে আয় কর ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্কিমে আপনি ৬.৮% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। যদি আপনি কয়েক বছরের মধ্যেই মোটা টাকার উপার্জন করতে চান তাহলে এই স্কিমটি একদমই আপনার কাছে নিরাপদ স্কিম বলেই বিবেচিত হবে।

পাঁচ বছরে এটি মেয়াদ পূর্তি সময়কাল এক বছরের মধ্যেও আপনি চাইলে টাকা তুলতে পারেন তবে সে ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এই স্কিমটি শুরু করতে গেলে প্রথমেই হাজার টাকা দিয়ে জমা করতে হবে, এরপর আপনি যদি চান প্রত্যেক মাসে ১০০ টাকা করে বিনিয়োগ করতে পারেন।