সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দার্জিলিং-দীঘা-পুরী ভু’লে যা’ন! বাংলার এই হিল স্টেশন ঘু’রে আসুন, হবে পয়সা ওশুল

গরমে ছুটি পড়লেই বাঙালি ছুটে যায় দার্জিলিং অথবা পুরি দিঘা। এই দিঘাপুরি অথবা দার্জিলিং ছাড়া আরো যেকোনো জায়গা রয়েছে সেটা ভুলেই গেছে বাঙালি। কিন্তু আজ আমরা বলতে চলেছি এমন কিছু কিছু স্থানের কথা যেখানে আপনি অনায়াসে যেতে পারেন কিন্তু এই সমস্ত স্থানের নাম এতদিন আপনাদের কাছে ছিল অজানা। আজ যে জায়গার কথা আপনাকে বলতে চলেছি তার সন্ধান খুব কম মানুষ জানেন।  দার্জিলিং থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম ছটকপুর। জালে অবাক হয়ে যাবেন দার্জিলিং এর থেকে বেশি উচ্চতায় অবস্থিত এই গ্রাম।

৭৮৭ ফুট উচ্চতায় অবস্থিত একটি পরিবেশবান্ধব ইকো ভিলেজ হলো এই গ্রাম। একদিকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা অন্যদিকে দেখতে পাবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত। কুয়াশায় ঢাকা এই গ্রাম দেখে আপনার চোখ হয়ে যাবে সার্থক। আপনি যদি ওয়াচ টাওয়ারে গিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন মেঘের দল এবং পাইন গাছের সারি।

খুব জনপ্রিয় না হওয়া এখানে ভিড় অনেকটাই কম থাকে। মাত্র এক দশক আগেই এই গ্রাম এটি নতুন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানকার হোমস্টের মালিক প্রেম দর্জি শেরপা জানিয়েছেন, ২১ শতকের শুরুর দিকে দার্জিলিং থেকে বন্ধ দপ্তরের অফিসার এই গ্রামে এসেছিলেন। এখানকার গুটি কয়েক গ্রামের বাসিন্দারা শুধুমাত্র কৃষি কাজ করে জীবন যাপন করতো।

আরো পড়ুন: গাড়িকে বা’জি দিয়ে মু’ড়ি’য়ে আ’গু’ন ধরাতেই যা হলো, দেখে নিন অ’ব’স্থা

ওই অফিসার সমস্ত জায়গা দেখেশুনে বলেন পর্যটকদের একটি আদর্শ জায়গা হয়ে উঠতে পারে এই গ্রাম। তিনি গ্রামবাসীদের উপদেশ দেন হোমস্টের খোলার। এসব কিছুর মধ্যেই 2009 সালে ইকো ভিলেজ হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে এই গ্রাম। শুরুর দিকে তেমন পর্যটকদের ভিড় দেখা যায়নি।

২০১২ সালের পর পরিস্থিতি আস্তে আস্তে বদলাতে শুরু করে। এরপর জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস বাদ দিয়ে বছরের বাকি সময় পর্যটকদের আগমনের অন্যতম স্থান হয়ে ওঠে এই গ্রাম। তবে এই গ্রামে পানীয় জলের ভীষণ অসুবিধা। ঝরনার জলে সমস্ত কাজ করেন এই গ্রামের বাসিন্দারা।

আপাতত ১৯ টি পরিবারের দাবি অনুযায়ী, পানীয় জলে সমস্যা মিটে গেলে খুবই উপকৃত হবেন তারা।। এছাড়া চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করা হলে মানুষকে আর ছুটে যেতে হবে না অন্য কোথাও। আপনি যদি এই স্থানে যেতে চান তাহলে একটু ইন্টারনেট ঘাটতে হবে আপনাকে তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনার।