সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক’বার চা’র্জ দি’লে’ই চ’ল’বে 100 কি’মি! দে’খে নি’ন নে’ক্স’জু মোবি’লিটি’র এই ইলেক’ট্রিক সাই’কেল

একবার চার্জ দিলেই চলবে 100 কিমি! দেখে নিন নেক্সজু মোবিলিটির এই ইলেকট্রিক সাইকেল

বর্তমান বাজারে ইলেকট্রিক স্কুটারের প্রতি সাধারণের চাহিদা বাড়ছে। পেট্রোল-ডিজেলের যা দাম তাতে কার্যত ইলেকট্রিক চালিত গাড়ি ছাড়া গত্যন্তর নেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আমজনতা। তবে ইলেকট্রিক স্কুটি এবং স্কুটারের দুনিয়ায় এবার বেশ পরিচিতি পাচ্ছে ইলেকট্রিক সাইকেল। একবার চার্জ দিলেই নাকি 100 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই সাইকেল।

যারা এই মুহূর্তে কম দামে ইলেকট্রিক সাইকেল খুঁজছেন তাদের জন্য সেরা হতে পারে বিএলডিসি 250w 36v মোটর যুক্ত নেক্সজু মোবিলিটির এই ইলেকট্রিক সাইকেল। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে পেডেল অ্যাসিস্ট মোডে এই সাইকেল 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এছাড়াও রোডলার্কের প্রতি ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই সাইকেল।

সংস্থার চিফ মার্কেটিং অফিসার পঙ্কজ তিওয়ারি জানিয়েছেন, এমন একটি সাইকেল বাজারে লঞ্চ করতে পেরে তারা অত্যন্ত গর্বিত। একবার চার্জ দিলে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে এই সাইকেল। এই পণ্য নিশ্চিতভাবেই ভারতে ই-সাইকেলের গ্রহণযোগ্যতাকে বাড়াবে এবং আগামী বছরে পেট্রোল স্কুটার এবং মোপেডগুলিকে প্রতিস্থাপন করতে পারবে বলে আশাবাদী তিনি।

উল্লেখ্য করোনার সময় লকডাউন চলাকালীন সাইকেল চালানোই কার্যত সাধারণের কাছে অনেক বড় যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছিল। এ সঙ্গে শরীরচর্চাও হয়ে যায়। মাদুরাই, গুরুগ্রাম, আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন প্রান্তে এই সংস্থা তাদের শোরুম খুলেছে। তবে আপাতত কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ই-সাইকেল বুক করা যাবে।