সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ব্যাংকের ATM পরিষেবা ব’ন্ধ হয়ে গিয়েছে! আজই জেনে নিন গ্রাহকরা

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক(Suryoday Small Finance Bank) এর এটিএম পরিষেবা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে তাদের গ্রাহকদের উদ্দেশ্যে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। অক্টোবর মাসের প্রথম দিন থেকেই এটিএম পরিষেবা বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। যার ফলে সমস্যার মুখে পড়েছেন বেশ কয়েক লক্ষ মানুষ।

তবে এটিএম পরিশেবা বন্ধ হয়ে গেলেও গ্রাহকেরা কিন্তু এটিএম অথবা ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করতে পারছেন। আবার অন্যান্য ব্যাংকের এটিএম থেকেও তারা চাইলে টাকা তুলতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া ওই ব্যাংকের নেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

এবার থেকে 24*7 ওই ব্যাঙ্কের নেট ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের জুন মাসের শেষ ভাগ পর্যন্ত এই ব্যাংকের 555টি আউটলেট ছিল৷ মোট কর্মী সংখ্যা ছিল 5,072 জন। লায়াবিলিটি ফোকাসড আউটলেটের সংখ্যা ছিল 97টি।

অর্থনৈতিক দিকের বিষয়ে অবশ্য এই ব্যাংকের আউটগ্রোথ বেশ ভালো। চলতি বছরে অ্যাডভান্স গ্রোথ বৃদ্ধি পেয়েছিল 13.3%। যার ফলে আর্থিক ভাবে 4,004 কোটি টাকা বৃদ্ধি পেয়েছিল। ডিপোজিট ছিল 15.6 শতাংশ। আর্থিক বিচারে তা প্রায় 3,317 কোটি টাকার সমান।