সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসের এই Account গুলোতে ১ এপ্রিল থেকে মি’ল’বে না ন’গ’দে সুদ

১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে সমস্ত নিয়ম, কারণ নতুন আর্থিক বছর শুরু হচ্ছে বলেই এই অবস্হা। হয়তো অনেক সাধারণ মানুষের ক্ষেত্রেই এই অসুবিধার সম্মুখীন হতে হবে।

শোনা যাচ্ছে, পোস্ট অফিসে সিনিয়র সিটিজেনদের সেভিংস স্কিম, মাসিক আয় স্কিম ও মেয়াদের আমানত একাউন্টে নগদে সুদ দেওয়া বন্ধ হয়ে যাবে। প্রতি বছর সুদের হার পরিবর্তন করা হয়, গত বছর ছিল ৪%।

মোট কথা আপনার পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও টার্ম ডিপোজিট একাউন্ট থেকে থাকে তাহলে সত্যি আগামীতে খুবই খারাপ হতে চলেছে।

আরো পড়ুন: সিবিআই জ্ব’রে কা’বু অনুব্রত, রক্ষাকবচ চে’য়ে ফের হাইকোর্টের দ্বা’র’স্থ বীরভূমের টিএমসি সভাপতি

খারাপ হওয়ার অর্থ একটাই সুদ দেওয়া বন্ধ করে দেওয়া হবে। মোটকথা আগে যেমন সরাসরি সুদ দেওয়া হয় এখন সেটাই চেকের মাধ্যমে দেওয়া হবে। যদি তারা সেভিংস একাউন্ট লিঙ্ক না করে।

পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে, যারা সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্ট ,মাসিক ইনকাম স্কিম, ও টার্ম ডিপোজিট হোল্ডার যারা মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক সুদের ক্রেডিট করার জন্য তাদের সেভিংস একাউন্ট লিঙ্ক করেননি। তাদের এই ভোগান্তি পোহাতে হবে।