সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের মধ্যে এই গাড়ি গু’লো হলো সুরক্ষার দি’ক দিয়ে সেরার সে’রা, জানুন বি’শ’দে

বর্তমানে গাড়ি চালানোর পাশাপাশি সুরক্ষার দিকটাও দেখতে হয়। গ্রাহককে সুরক্ষাজনিত সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাজারে রয়েছে পাঁচটি বিভিন্ন মডেলের গাড়ি।

এর মধ্যে প্রথমেই আসে মাহিন্দ্রা এক্স ইউ ভি 700 এস ইউ ভি। এই গাড়িটি এনসিএপি ক্র্যাশ টেস্টে 5 তারা রেটিং পেয়েছে। এই গাড়ির মধ্যে রয়েছে সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, স্মার্ট পাইলট অ্যাসিস্ট, অটোমেটিক ইমারজেন্সি ব্রেকিং এবং আরও অনেক কিছু।

টাটা আল্ট্রোজ পাঁচতারা রেটিং সম্পন্ন একটি গাড়ি। এই গাড়িতে চাইল্ড প্রটেকশন সহ দুটি এয়ারব্যাগ, সেন্ট্রাল লকিং, ট্র্যাকশন কন্ট্রোলের মত নানা সুবিধা রয়েছে।

আরো পড়ুন: ছাগলকে বি’য়ে করলেন টিকটক স্টার! ভিডিও দেখে ক্ষু’দ্ধ ভক্তরা

টাটা নেক্সন প্রাপ্ত বয়স্কদের সুরক্ষার জন্য পাঁচতারা রেটিং পেয়েছে। শিশুদের সুরক্ষার জন্য পেয়েছে 3 তারা রেটিং। মাহিন্দ্রা xuv300 গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে পাঁচতারা রেটিং পেয়েছে।

এই মুহূর্তে মহিন্দ্র xuv300 সর্বোচ্চ স্তরের নিরাপত্তার জন্য গ্রাহকের কাছে একটি দুর্দান্ত চয়েস। এই গাড়িটি সেফার চয়েস পুরস্কার পেয়েছেন। তাই গাড়ি কেনার পরিকল্পনা থাকলে অবশ্যই সুরক্ষা সম্পর্কিত বিষয়গুলি জেনে তবেই কিনুন।