সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

IPL চলাকালীন হতে পারে জ’ঙ্গি হা’ম’লা, ক্রিকেটারদের নি’রা’প’ত্তা বা’ড়া’নো হলো

মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখার সূত্রে জানা গেছে, আইপিএলে নাকি হতে পারে জঙ্গি হামলা। এই খবর কানে আসতেই নড়েচড়ে বসেছে বিসিসিআই। ইতিমধ্যেই সমস্ত খেলোয়াড়ের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

বিশেষ করে আইপিএলের টিম হোটেল থেকে শুরু করে স্টেডিয়ামগুলোর নিরাপত্তা দারুণভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনভাবেই কোনরকম খুঁত চাইছে না বিসিসিআই।

এটা অবশ্য নতুন নয়, এর আগেও এরকম হুমকি দেওয়া হয়েছে বিশেষ কোনো টুর্নামেন্টে কিংবা আইপিএলের আগে। ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ট্রেন স’ফ’রে ফের মি’ল’বে কম্বল, জানেন কি কতদিন পর-পর পরিষ্কার করা হয়?

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে প্রধান লক্ষ্য রেখেছে জঙ্গিরা। তার সাথে তাদের লক্ষ্য রয়েছে ট্রাইডেন্ট হোটেল।

জঙ্গিদের প্রধান লক্ষ্য আইপিএলের মত বড় টুর্ণামেন্টে নাশকতার ছক কষা, যাতে বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে পারে। ইতিমধ্যেই বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটতে চলেছে।

যার কারণে জঙ্গিগোষ্ঠী অনেকটাই আলোড়ন এর বাইরে চলে গেছে। তাই নিজেদের উপর ফোকাস আনতে সবার নজর নিজেদের উপড়াতে ফের নাশকতার ছক কষছে ভারতে।

আরো পড়ুন: ইউক্রেন থেকে পা’লা’তে গি’য়ে ২১৩ কোটি টা’কা নিয়ে ধৃ’ত রাজনীতিবিদের স্ত্রী

কিন্তু তাই বলে কি ভারত চুপ করে বসে থাকবে? কখনোই না। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ট্রাইডেন্ট হোটেল ও স্টেডিয়ামে যাওয়ার রাস্তা।

খেলা শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত এমনকি প্লেয়ারদের নিরাপদ ভাবে হোটেলের পৌঁছানো পর্যন্ত সমস্ত জায়গায় মোতায়েন করা থাকবে বম্ব স্কোয়াড, কুইক রেসপন্স টিম, স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স।

বাসের চালক থেকে অন্যান্য সহকর্মীদের তল্লাশি চালানো হবে, মোট কথা কোনোভাবেই কোনো বা ফোকর চাচ্ছে না মুম্বাই পুলিশ। টিম বাসের ওপর থাকবে কড়া নিরাপত্তা।।