সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেন স’ফ’রে ফের মি’ল’বে কম্বল, জানেন কি কতদিন পর-পর পরিষ্কার করা হয়?

করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ধীরে ধীরে সব ট্রেন চালু হয়েছে। তাই দূরপাল্লার ট্রেনগুলিতে এবার ফিরছে কম্বল, চাদর, পর্দা, বালিশ।

যদিও জানা গেছে যে সব ট্রেনে এখনই সেই সুযোগ সুবিধা মিলবে না। কিন্তু নিয়মিত ট্রেনযাত্রীরা জানেন যে মোটামুটি কতদিন অন্তর ভারতীয় রেল যাত্রীদের দেওয়া কম্বল পরিষ্কার করতে পাঠায়!

এহেন হাইজিন নিয়ে করোনা পরিস্থিতির অনেক আগেই রেল কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলেন এক যাত্রী। তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে রেলের কাছে তাঁর প্রশ্ন ছিল, ট্রেনের কম্বল পরিষ্কার করার নিয়ম কী?

আরো পড়ুন: ইউক্রেন থেকে পা’লা’তে গি’য়ে ২১৩ কোটি টা’কা নিয়ে ধৃ’ত রাজনীতিবিদের স্ত্রী

রেল এই প্রশ্নের উত্তরে জানিয়েছিল, দু’মাস অন্তর ধোপার বাড়ি যায় কম্বল। দু’মাস কেন তার উত্তরে রেল জানিয়েছিল, কম্বল যদি নিয়মিত কাচা হয় তাহলে তা নষ্ট হয়ে যাবে। কারণ একটি কম্বল সর্বোচ্চ ৫০ বার কাচা যায়। তাই বার বার তা পরিষ্কার করা যায় না।

রেলের তরফে এই তথ্য জানাজানি হতে অনেক যাত্রী সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সরব হন। শেষমেষ যাত্রী দের দাবি মেনে নিতে বাধ্য হয় রেল। পুরোনো নিয়ম বদলে করোনা পরিস্থিতির আগে পর্যন্ত রেল মাসে এক বার করে কম্বল পরিষ্কারের নিয়ম চালু করে।

এখনও পর্যন্ত সেই নিয়মই চালু আছে। তবে এর ফলে রেলের কিছু লোকসানও হয়েছে। আগে দু’মাস অন্তর পরিষ্কার করার ফলে এক একটি কম্বল চার বছর চলত। আর এখন মাসে মাসে পরিষ্কার করা হয় বলে রেলের কম্বলগুলো দু’বছর করে চলে।